ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

গ্রাম পুলিশকে কেন চতুর্থ শ্রেণির স্কেল নয়: হাইকোর্ট

গ্রাম পুলিশকে কেন চতুর্থ শ্রেণির স্কেল নয়: হাইকোর্ট

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০১৭ | ১৫:০৩

গ্রাম পুলিশের চাকরিকে জাতীয় বেতন কাঠামো অনুসারে কেন চতুর্থ শ্রেণির স্কেলের সমমর্যাদা দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

পাশাপাশি আইন অনুসারে চাকরির সকল সুবিধাসহ আবেদনকারী গ্রাম পুলিশদের চাকরি সরকারের রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে সরকারের নিস্কিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভুত ঘোষণা করা হবে না- তাও রুলে জানতে চাওয়া হয়েছে।

বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার এই রুল জারি করেন।

আগামী চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার সচিব, অর্থ সচিব, জন প্রশাসন সচিব, স্বরাষ্ট্র সচিবসহ রিটে উল্লেখিত ৩২ বিবাদীকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

গ্রাম পুলিশের চাকরি রাজস্বখাতে অন্তর্ভূক্ত করাসহ তাদের বিভিন্ন বিষয়ে গত ২৭ নভেম্বর হাইকোর্টের সংশ্নিষ্ট শাখায় ঢাকা জেলার ধামরাইয়ের টুপিরবাড়ীর হাটকুশারা এলাকার বাসিন্দা গ্রাম পুলিশ লাল মিয়াসহ ৫৫ জন একটি রিট আবেদন করেন।

পরে রোববার ওই রিটের শুনানি নিয়ে রুল জারি করেন হাইকোর্ট। আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন।

আরও পড়ুন

×