ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

'জয় বাংলা' কেন জাতীয় স্লোগান নয়: হাইকোর্ট

'জয় বাংলা' কেন জাতীয় স্লোগান নয়: হাইকোর্ট

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০১৭ | ০৯:৪৭ | আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৭ | ০৩:৫৭

'জয় বাংলা' কেন জাতীয় স্লোগান নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ সোমবার এ রুল জারি করেন।

আগামী ৭২ ঘণ্টার মধ্যে মন্ত্রিপরিষদ সচিব ও শিক্ষাসচিবসহ সংশ্লিষ্টদের উক্ত রুলের জবাব দিতে বলা হয়েছে।

এই রিট আবেদনটি করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী বশির আহমেদ; আদালতে তিনি নিজেই এ বিষয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

আদেশের পরে বশির আহমেদ বলেন, 'জয় বাংলা হচ্ছে আমাদের জাতীয় প্রেরণার প্রতীক। পৃথিবীর ৭টি দেশে জাতীয় স্লোগান আছে। কিন্তু বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য যে আমরা আমাদের চেতনার সেই জয় বাংলাকে স্বাধীনতার ৪৬ বছর পর্যন্ত জাতীয় স্লোগান হিসেবে পাই নাই।'


আরও পড়ুন

×