ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

২ টাকার অ্যাকাউন্ট 'ডাক টাকা' চালু

২ টাকার অ্যাকাউন্ট 'ডাক টাকা' চালু

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০১৭ | ১০:১৭ | আপডেট: ১২ ডিসেম্বর ২০১৭ | ০৪:১৫

‘ডাক টাকা’ নামে দুই টাকায় অ্যাকাউন্ট খোলার নতুন একটি সেবা চালু করেছে বাংলাদেশ ডাক বিভাগ।

সোমবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলনে কক্ষে এ সেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। ডাক ও টেলিযোগযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এসময় উপস্থিত ছিলেন। খবর বাসসের

আগামী এক বছরে ব্যাংকিং সেবার বাইরে থাকা দেশের প্রায় তিন কোটি মানুষকে এ সেবার আওতায় আনার লক্ষ্যেই এ সেবা চালু করেছে ডাক বিভাগ।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদারসহ বিভাগ ও এর অধীস্ত দপ্তর-সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।


আরও পড়ুন

×