বছরের প্রথম সংসদ অধিবেশনে বসছে রোববার
অনলাইন ডেস্ক
দশম জাতীয় সংসদের ১৯তম অধিবেশন রোববার বিকাল ৪টায় শুরু হচ্ছে।
রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ২০ ডিসেম্বর এ অধিবেশন আহবান করেন। খবর বাসসের
জাতীয় সংসদের এ অধিবেশন হচ্ছে ২০১৮ সালের প্রথম অধিবেশন।
বছরের প্রথম অধিবেশন হিসাবে সংবিধান অনুযায়ি রাষ্ট্রপতি অধিবেশন শুরুর দিন রোববার সংসদে ভাষণ দিবেন। ইতোমধ্যে মন্ত্রিসভায় রাষ্ট্রপতির ভাষণ অনুমোদিত হয়েছে।
এ ভাষণে সরকারের বিগত দিনের বিভিন্ন খাতে অর্জিত সাফল্যসহ উন্নয়ন কর্মকান্ড তুলে ধরা হবে। এছাড়া ভাষণে রাষ্ট্রপতি ২০২১ সালে মধ্যম আয়ের ও ২০৪১ সালে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ারও দিক নির্দেশনা দিবেন।
রাষ্ট্রপতির এ ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপরও রেওয়াজ অনুযায়ি এ অধিবেশনে দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হবে। এ হিসাবে জাতীয় সংসদের ১৯তম অধিবেশন দীর্ঘস্থায়ী হবে।
এছাড়াও ১৯তম অধিবেশনে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বিল পাস ও উত্থাপন হতে পারে। সমসাময়িক বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে। অবশ্য বিকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠেয় সংসদ কার্য উপদেষ্টা কমিটির সভায় এ অধিবেশনের মেয়াদ ও কার্যক্রম চূড়ান্ত করা হবে।
এদিকে দশম জাতীয় সংসদের ১৮তম অধিবেশন গত ১২ নভেম্বর শুরু হয়ে ২৩ নভেম্বর শেষ হয়। মোট ১০ কার্যদিবসের ওই অধিবেশনে মোট ১৮টি সরকারি বিলের মধ্যে ৩টি বিল পাস হয়। আইন প্রণয়ন সম্পর্কিত কাজ সম্পাদনের পাশাপাশি কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে ২৮৬টি নোটিশ পাওয়া যায়। নোটিশগুলো থেকে ১৫টি গৃহীত হয় এবং ১১টি আলোচিত হয়। এছাড়া ৭১(ক) বিধিতে দুই মিনিটের আলোচিত নোটিশের সংখ্যা ছিল ১০৫টি।
সংসদের ১৮তম অধিবেশনে সংসদ কার্য প্রণালী বিধির ১৪৭ বিধির আওতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসাবে ‘ইন্টারন্যাশনাল মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড রেজিস্টারে’ অন্তর্ভুক্ত হওয়ায় দেশ ও জাতি গর্বিত শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে ইউনেস্কোসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে সর্বসম্মতভাবে প্রস্তাব গৃহীত হয়।
- নতুন সংকটে বিএনপি
- রেলের পুকুর ভরাট করে প্লট বরাদ্দ দিচ্ছেন ইজারাদার
- জালিয়াতি করে দখল-বিক্রি কমরেড ফরহাদের বাড়ি
- আওয়ামী লীগে তৎপর অর্ধশত তরুণ আইনজীবী
- সেই বিপাশার বিয়ে শুক্রবার
- বিদায় চ্যাম্পিয়ন্স ট্রফি!
- পিরোজপুরে স্ত্রী ও শ্বশুরকে কুপিয়ে হত্যা
- রোহিঙ্গা শিবিরে দোকান নিয়ে সংঘর্ষে নারী নিহত
- কোহলিকে জরিমানা
- আগামী বাজেট হবে জনকল্যাণমুখী ও ব্যবসাবান্ধব: এনবিআর চেয়ারম্যান
- 'অভিনেত্রী হতে চাইলে যৌন সম্পর্ক করতেই হবে'
- ভয়ঙ্কর চালক-হেলপার তারা
- কুকুরের কারণে ভাঙনের মুখে ইমরানের তৃতীয় সংসার!
- তারেক আপাতত বাংলাদেশের নাগরিক নন: আইনমন্ত্রী
- সন্ধ্যায় কাঠমান্ডু পৌঁছাবে ঢাকার বাস দুটি
- পা জ্বালাপোড়া করলে যা করবেন
- আবেদন করলেও পাসপোর্ট পাবেন না তারেক: ডিজি
- ৭৫ লাখ টাকা পর্যন্ত গৃহঋণ পাবেন সরকারি চাকরিজীবীরা
- শিশু অতিরিক্ত চঞ্চল হলে যা করণীয়
- কোটা বাতিলের প্রজ্ঞাপন জারি না হলে ফের আন্দোলন
- বাংলাদেশি পাসপোর্ট পাবেন না দণ্ডিত তারেক
- সিনহার ব্যাংক হিসাবে চার কোটি টাকা জমা
- কারচুপির আশঙ্কা আছে :মঞ্জু
- নির্বাচন হবে সুষ্ঠু ও নিরপেক্ষ :খালেক
- ভোটব্যাংক 'টঙ্গী'
- বিএনপির চিকিৎসকরাও মনোনয়ন পেতে তৎপর
- এলএনজি নিয়ে নতুন স্বপ্ন শিল্প খাতে
- বেদনার অশ্রুতে ঝরেছে না পাওয়ার ক্ষোভ
- নির্বাচনী বাজেটে কর নয়, থাকবে ছাড়
- নারায়ণগঞ্জে মহাশ্মশানের জলাধার দখল