ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

বৃহস্পতিবার ফের খালেদা জিয়ার জামিন শুনানি

বৃহস্পতিবার ফের খালেদা জিয়ার জামিন শুনানি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া— ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ মে ২০১৮ | ১১:২৯

নাশকতার অভিযোগে কুমিল্লায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলায় তার জামিন আবেদনের শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট।

একেএম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে বুধবার দ্বিতীয় দিনের মতো জামিন আবেদনের শুনানি হয়। তবে শুনানি অসমাপ্ত থাকা অবস্থাতেই আদালতের সময় শেষ হয়ে যাওয়ায় আদালত শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেন।

এদিন আদালতে খালেদা জিয়ার জামিনের পক্ষে তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বক্তব্য উপস্থাপন করেন। পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম যুক্তিতর্ক উপস্থাপন শুরু করলে তা অসমাপ্ত অবস্থাতেই আদালতের সময় শেষ হয়ে যায়। এ সময় আদালত শুনানি মুলতবি করেন।

বৃহস্পতিবার একই আদালতে এই মামলার জামিন আবেদনের শুনানি পুনরায় শুরু হবে।

এদিকে মানহানির অভিযোগে নড়াইলে খালেদা জিয়ার বিরুদ্ধে করা আরেক মামলাতেও তার জামিন আবেদন হাইকোর্টের এই বেঞ্চেই শুনানির অপেক্ষায় রয়েছে।

আরও পড়ুন

×