ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

বন্যা পরিস্থিতি উন্নতির সম্ভাবনা

বন্যা পরিস্থিতি উন্নতির সম্ভাবনা

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০১৮ | ১৫:৪১ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৮ | ১৫:৪৩

ব্রহ্মপুত্র, আপার মেঘনা ও গঙ্গা অববাহিকার পানি কমা অব্যাহত রয়েছে। যমুনা, পদ্মাসহ নদীগুলোর পানি সমতল স্থিতিশীল আছে, যা শনিবার পর্যন্ত কমতে পারে। ফলে গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ, জামালপুর ও টাঙ্গাইল জেলার চলমান বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।

বৃহস্পতিবার পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এসব তথ্য জানিয়েছে। পাউবোর পূর্বাভাসে বলা হয়েছে, পানি উন্নয়ন বোর্ডের ৯৪টি পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে ৩৪টি পয়েন্টে পানি বৃদ্ধি পাচ্ছে। আর ৫৫টি পয়েন্টে পানি কমেছে। অপরিবর্তিত আছে চারটি পয়েন্টে।

পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূইয়া জানান, ব্রক্ষপুত্র-যমুনা এবং গঙ্গ-পদ্মা অববাহিকায় পানি কমা অব্যাহত রয়েছে। ফলে দেশের কয়েকটি অঞ্চলের নদীর পানি কমতে পারে।

আরও পড়ুন

×