ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

রাত ১১টার পর ফেসবুক বন্ধ করে দেয়া উচিত: রওশন

রাত ১১টার পর ফেসবুক বন্ধ করে দেয়া উচিত: রওশন

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০১৮ | ১৬:৪৫ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৮ | ১৬:৫৭

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক রাত ১১টার পর বন্ধ করে দেয়া উচিত বলে মনে করছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

বৃহস্পতিবার দশম জাতীয় সংসদের ২২তম অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ অভিমত ব্যক্ত করেন।

রওশন এরশাদ বলেন, ফেসবুক রাত ১১টার পর বন্ধ করে দেয়া উচিত। এতে করে তরুণ সমাজ লেখাপড়ার প্রতি আরো মনোযোগী হবে।

আগামী প্রজন্মকে কর্মমুখী করার উদ্যোগ নিতে কোটা ব্যবস্থার সংস্কার করে এর স্থায়ী সমাধানের আহ্বান জানান তিনি। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা রাখার সুপারিশ করে তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের অবদান ও আত্মত্যাগের কথা বিবেচনা করে এই কোটা বহাল রাখা উচিত।

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার প্রতি সমর্থন ব্যক্ত করে রওশন বলেন, অনেক দেশে বয়সসীমা ৪০ থেকে ৪৯ বছর পর্যন্ত রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে আজ বিশ্ব দরবারে অনেক উচ্চতায় নিয়ে গেছেন মন্তব্য করে তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হলে দক্ষতার মান উন্নয়নের পাশাপাশি মানবিক বাংলাদেশ গড়ে তোলার বিষয়েও মনোযোগী হতে হবে। দক্ষতার সাথে ন্যায়বোধ ও দেশপ্রেম চেতনা যুক্ত হলেই কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যাওয়া যাবে।

আরও পড়ুন

×