ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের অধীনে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হয়— ফোকাস বাংলা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০১৮ | ০৯:২৬ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৮ | ০৯:৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান কলা ভবনের বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীনসহ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ কলা অনুষদের ডিন অফিসে উপস্থিত থেকে ভর্তি কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

‘খ’ ইউনিটে ২ হাজার ৩৮৩টি আসনের বিপরীতে মোট ৩৫ হাজার ৭২৬ জন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের ৬৯টি কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।

ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটে প্রথম বর্ষ সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে গত শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুরু হয়। এরপর গত শনিবার অনুষ্ঠিত হয় ‘চ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ বিএফএ (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষা।

এরই মধ্যে গত সোমবার ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলে দেখা যায়, ‘গ’ ইউনিটে ভর্তির যোগ্য বিবেচিত হন দুই হাজার ৮৫০ জন, যা এই ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেয়া পরীক্ষার্থীদের ১০ দশমিক ৯৮ শতাংশ। যোগ্য শিক্ষার্থীদের মধ্যে এক হাজার ২৫০ জন শিক্ষার্থী ব্যবসায় শিক্ষা অনুষদের আটটি বিভাগে ভর্তির সুযোগ পাবেন।

আরও পড়ুন

×