ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

ঢাবিতে টয়লেট দিবস পালিত

ঢাবিতে টয়লেট দিবস পালিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৮ | ১৪:০৪

নারীবান্ধব টয়লেট নিশ্চিতের লক্ষ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে বিশ্ব টয়লেট দিবস। ‘নারী কোথায় যাবে? চলুন ভাবি এবং ভাবাই’ এ স্লোগান নিয়ে সোমবার বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি র‌্যালি বের করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতরুজ্জামান প্রধান অতিথি হিসেবে এই র‌্যালির উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য আখতারুজ্জামান বলেন, নারীবান্ধব টয়লেটের অভাবে যাত্রাপথ, কর্মস্থল কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে নারীরা টয়লেট ব্যবহার থেকে বিরত থাকেন। তার ফলে নারীরা নানা শারীরিক ও মানসিক চাপের শিকার হয়ে থাকেন। তাই সর্বত্র নারীবান্ধব টয়লেট নিশ্চিত করা দরকার।

র‌্যালিটি সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মোড় থেকে শুরু হয়ে শাহাবাগ মোড়ে গিয়ে শেষ হয়। এতে শিক্ষার্থী এবং কর্মজীবী নারীরা অংশগ্রহণ করেন।

২০০১ সালে বিশ্বে টয়লেট ব্যবহার ও স্যানিটাইজেশন সম্পর্কে ক্যাম্পেইন শুরু করে ওয়ার্ল্ড টয়লেট অর্গানাইজেশন। এরপর থেকে শতভাগ টয়লেট সুবিধা নিশ্চিতকরণের বিষয়টি মাথায় রেখে বিশ্বের বিভিন্ন দেশ প্রতি বছর ১৯ নভেম্বর বিশ্ব টয়লেট দিবস পালন করে আসছে।

আরও পড়ুন

×