ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

নির্বাচনের তারিখ আর পেছানোর সুযোগ নেই: সিইসি

নির্বাচনের তারিখ আর পেছানোর সুযোগ নেই: সিইসি

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০১৮ | ০৬:৪৫ | আপডেট: ১৩ নভেম্বর ২০১৮ | ১৪:৩২

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, ৩০ ডিসেম্বর নির্বাচনের তারিখ নির্ধারিত হয়েছে। এরপর আর নির্বাচনের তারিখ পেছানোর কোনো সুযোগ নেই।

মঙ্গলবার আগারগাঁয়ের নির্বাচন ভবনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রিটার্নিং কর্মকর্তাদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, বর্তমান সংসদের মেয়াদপূর্তি হবে ২৮ জানুয়ারি। ৩০ ডিসেম্বর ভোট হলে নতুন সরকার গঠনের জন্য হাতে সময় থাকছে ২৯ দিন। এই ২৯ দিন কিন্তু খুব বেশি সময় না। নির্বাচনের যে ফলাফলগুলো আসবে সেগুলো অর্থাৎ ৩০০ আসনের গেজেট করা কিন্তু যা-তা বিষয় না।

রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচন পরিচালনার ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখবেন। প্রার্থী ও দলকে প্রতিপক্ষ হিসেবে নেবেন না। আইনের মধ্য থেকে তাদের সঙ্গে সুসম্পর্ক ও সহযোগিতা করবেন। আপনাদের কোনো কাজ যেন ভোটারদের মনে সন্দেহের সৃষ্টি না করে।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম, মাহবুব তালুকদার ও কবিতা খানম, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ, বিভিন্ন জেলা থেকে আসা রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ পাওয়া জেলা প্রশাসকেরা উপস্থিত ছিলেন। 


আরও পড়ুন

×