ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

রাজধানীতে আনসার আল ইসলামের ৭ সদস্য গ্রেফতার

রাজধানীতে আনসার আল ইসলামের ৭ সদস্য গ্রেফতার

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৪ মে ২০১৮ | ১৬:৪৯

রাজধানীর মুগদা, যাত্রাবাড়ী ও বাড্ডা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সাত সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৩। 

বৃহস্পতিবার ভোরে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিস্ফোরকসহ বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

র‌্যাব জানিয়েছে, আনসার আল ইসলাম রাজধানীর বিভিন্ন এলাকায় ছোট ছোট দলে বিভক্ত হয়ে গোপনে সংগঠিত হচ্ছে এবং ভবিষ্যতে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে। মুগদা ও যাত্রাবাড়ী এলাকায় বেশ কয়েক সদস্য প্রায়ই একত্রিত হয়ে সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছে- এমন সংবাদে ওই এলাকায় অভিযান চালায় র্যােব-৩। সেখান থেকে কামাল উদ্দিন (৩৭), সিফাত (৩০), দিদারুল ইসলাম (২৬), রিফাতুল্লাহ সাব্বির খান (১৯) ও শীতল মিয়াকে (২৭) গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যে বাড্ডা থেকে আনসার আল ইসলামের অন্যতম নেতা ও সমন্বয়ক মুহিবুর রহমান ওরফে রাকিব ওরফে আবু উমামা ওরফে বাবু (২৪) ও এরশাদুল হক টিটুকে (২৪) গ্রেফতার করা হয়। 



আরও পড়ুন

×