ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

দিকান্দার সুরে কাবু আর্মি স্টেডিয়াম!

দিকান্দার সুরে কাবু আর্মি স্টেডিয়াম!

ফোক ফেস্টের মঞ্চে গাইছে দিকান্দা ব্যান্ড

অনলাইন রিপোর্টার

প্রকাশ: ১৫ নভেম্বর ২০১৮ | ১৬:৫৬

মঞ্চে উঠেই তাকালেন সবার দিকে। আর্মি স্টেডিয়ামে উপস্থিত সব দর্শকদের মাঝে হাত বাড়িয়ে ছড়িয়ে দিলেন ভালোবাসা। বলছি পোল্যান্ডের আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন ব্যান্ড  দিকান্দা ব্যান্ডের ভোকাল আনিয়া উইটযাকের কথা।  গাইলেন বিদেশি ভাষার গান। উপস্থিত অনেকেই হয়তো বোঝেনি গানের কথা। কিন্তু সুন্দর গায়কী আর সুরের মূর্ছনায় ভাসলেন সবাই। 

ফোক ফেস্টের এবারের আসরে বাঁশি, বেহালা, ড্রাম, পারকাশন, ক্লাসিক্যাল গিটার সুরে অন্য এক আবহ তৈরি করলেন দিকান্দার সদস্যরা। গানের মাঝে মাঝে ভাঙ্গা ভাঙ্গা গলায় বলার চেষ্টা করলেও বাংলাও। 

ফোক ফেস্টের মঞ্চে গাইছে দিকান্দা ব্যান্ড

দিকান্দা’র  ভোকাল আনিয়া উইটযাকের বাংলায় বললেন,‘ওয়েলকাম বাংলাদেশ। আমি বাংলাদেশকে ভালোবাসি। বাংলাদেশের মানুষের মন অনেক ভালো।'

বলকান ও জিপসী প্রভাবে গান করে দিকান্দা ব্যান্ড। লোকজ সুরের পাশাপাশি তাদের গানে আছে প্রাচ্যের প্রভাব। ১৯৯৭ সালে এ ব্যান্ডের যাত্রা শুরু হয়। তাদের সাতটি অ্যালবাম প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন

×