পাকিস্তানকে ধোঁকাবাজ বললেন ট্রাম্প, সাহায্য বন্ধের হুমকি
অনলাইন ডেস্ক
পাকিস্তানের কড়া সমালোচনা করে বছর শুরু করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘদিনের মিত্র দেশটির বিরুদ্ধে ধোঁকাবাজি ও জঙ্গি দমনে ব্যর্থতার অভিযোগে সাহায্য বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি।
বছরের প্রথম টুইটে ট্রাম্প বলেন, বৈদেশিক সাহায্য হিসেবে প্রতিবছর যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার অর্থ নিলেও, পাকিস্তান এতোদিন জঙ্গিদের আশ্রয় দিয়ে এসেছে। এদিকে ট্রাম্পের টুইটে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে পাকিস্তান বলেছে, আফগানিস্তানে হেরে ক্ষেপে গেছেন ট্রাম্প।
এসবের জেরে পাকিস্তানকে প্রতিশ্রুত সাড়ে ২৫ কোটি ডলার না পাঠানোর সিদ্ধান্ত বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন। এ অর্থ সাহায্য পাঠাতে দেরি হবে বলে গত আগস্টে ইসলামাবাদকে জানিয়েছিল যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্ক টাইমস বলছে, জঙ্গি দলগুলোকে দমনে পাকিস্তানের ব্যর্থতার কারণেই হয়ত যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিচ্ছে।
টুইট বার্তায় ট্রাম্প লিখেছেন, যুক্তরাষ্ট্র ১৫ বছর ধরে বোকার মতো পাকিস্তানকে প্রায় সাড়ে তিন হাজার কোটি ডলার অর্থ সাহায্য দিয়ে এসেছে। যার বিনিময়ে তারা কিছুই পায়নি। বরং মার্কিন নেতাদের বোকা ভেবে পাকিস্তান মিথ্যা বলেছে ও প্রতারণা করেছে। উল্টো আফগানিস্তানে মার্কিন সেনারা যাদের খুঁজছে, পাকিস্তান তাদের নিরাপদ আশ্রয় দিচ্ছে। কিন্তু যথেষ্ঠ হয়েছে, আর না।
মার্কিন প্রেসিডেন্টের এই টুইটের জবাবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী খাজা আসিফ তার দেশের সংবাদ মাধ্যমে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রকে ইতিমধ্যে জানিয়ে দেয়া হয়েছে যে, তাদের আর সহযোগিতা করতে পারবে না পাকিস্তান। ফলে ট্রাম্পের এই 'না' এর বাড়তি কোনো গুরুত্ব নেই।
যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাকিস্তান যে অর্থ সহায়তা নিয়েছে তার ব্যয়সহ যাবতীয় তথ্য প্রকাশ করতে ইসলামাবাদ প্রস্তুত বলেও জানান খাজা আসিফ।
এদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খুররম দস্তগীর এক টুইটে জানিয়েছেন, সন্ত্রাসবিরোধী জোটের অংশ হিসেবে পাকিস্তান যুক্তরাষ্ট্রকে স্থল, আকাশসীমা এবং সামরিক ঘাঁটিসমূহ ব্যবহারের সুযোগ দিয়েছে। এছাড়া গত ১৬ বছর ধরে আল কায়েদাকে ধ্বংসে সাহায্য করা হয়েছে। বিনিময়ে পাকিস্তান 'অবিশ্বাস' ছাড়া কিছুই পায়নি।
একই সঙ্গে ইসলামাবাদ পাকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড হেইলকে তলব করে মার্কিন প্রেসিডেন্টের টুইট বার্তার প্রতিবাদ জানিয়েছে।
এদিকে আফগানিস্তানের তালিবানদের মদদ দেয়ার অভিযোগে পাকিস্তানের সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনও। তালিবান সমর্থিত হাক্কানি নেটওয়ার্কের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ না নিতে পারায় এরই মধ্যে পাকিস্তানের লক্ষাধিক ডলার অর্থ সহায়তা বাতিল করেছে যুক্তরাষ্ট্র।
ট্রাম্পের এই টুইটকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রে অবস্থিত আফগান রাষ্ট্রদূত হামদুল্লাহ মোহিব ও আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই। সূত্র: বিবিসি।
- নতুন সংকটে বিএনপি
- রেলের পুকুর ভরাট করে প্লট বরাদ্দ দিচ্ছেন ইজারাদার
- জালিয়াতি করে দখল-বিক্রি কমরেড ফরহাদের বাড়ি
- আওয়ামী লীগে তৎপর অর্ধশত তরুণ আইনজীবী
- সেই বিপাশার বিয়ে শুক্রবার
- বিদায় চ্যাম্পিয়ন্স ট্রফি!
- পিরোজপুরে স্ত্রী ও শ্বশুরকে কুপিয়ে হত্যা
- রোহিঙ্গা শিবিরে দোকান নিয়ে সংঘর্ষে নারী নিহত
- কোহলিকে জরিমানা
- আগামী বাজেট হবে জনকল্যাণমুখী ও ব্যবসাবান্ধব: এনবিআর চেয়ারম্যান
- 'অভিনেত্রী হতে চাইলে যৌন সম্পর্ক করতেই হবে'
- ভয়ঙ্কর চালক-হেলপার তারা
- কুকুরের কারণে ভাঙনের মুখে ইমরানের তৃতীয় সংসার!
- তারেক আপাতত বাংলাদেশের নাগরিক নন: আইনমন্ত্রী
- সন্ধ্যায় কাঠমান্ডু পৌঁছাবে ঢাকার বাস দুটি
- পা জ্বালাপোড়া করলে যা করবেন
- আবেদন করলেও পাসপোর্ট পাবেন না তারেক: ডিজি
- ৭৫ লাখ টাকা পর্যন্ত গৃহঋণ পাবেন সরকারি চাকরিজীবীরা
- শিশু অতিরিক্ত চঞ্চল হলে যা করণীয়
- কোটা বাতিলের প্রজ্ঞাপন জারি না হলে ফের আন্দোলন
- বাংলাদেশি পাসপোর্ট পাবেন না দণ্ডিত তারেক
- সিনহার ব্যাংক হিসাবে চার কোটি টাকা জমা
- কারচুপির আশঙ্কা আছে :মঞ্জু
- নির্বাচন হবে সুষ্ঠু ও নিরপেক্ষ :খালেক
- ভোটব্যাংক 'টঙ্গী'
- বিএনপির চিকিৎসকরাও মনোনয়ন পেতে তৎপর
- এলএনজি নিয়ে নতুন স্বপ্ন শিল্প খাতে
- বেদনার অশ্রুতে ঝরেছে না পাওয়ার ক্ষোভ
- নির্বাচনী বাজেটে কর নয়, থাকবে ছাড়
- নারায়ণগঞ্জে মহাশ্মশানের জলাধার দখল