ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

যুক্তরাষ্ট্রে প্রথম কৃষ্ণাঙ্গ নারী গর্ভনর প্রার্থী

 যুক্তরাষ্ট্রে প্রথম কৃষ্ণাঙ্গ নারী গর্ভনর প্রার্থী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০১৮ | ১১:৫৩ | আপডেট: ২৩ মে ২০১৮ | ১১:৫৫

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো একটি রাজ্যের গর্ভনর পদে লড়তে যাচ্ছেন সাবেক আইন প্রণেতা ও লেখক এক কৃষ্ণাঙ্গ নারী।

মঙ্গলবার প্রাথমিক ভোটাভুটিতে স্ট্যাসি আব্রাম নামের ওই নারী জর্জিয়া রাজ্যের জন্য ডেমোক্র্যাট দল থেকে মনোনয়ন পান বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

ডেমোক্র্যাট নেতা হিলারি ক্লিনটন এবং বার্নি স্যান্ডার্সের সমর্থন রয়েছে ৪৪ বছর বয়সী আব্রামসের প্রতি।

গর্ভনর হওয়ার জন্য আব্রাম ভোটাভুটিতে স্ট্যাসি ইভান্সকে হারিয়েছেন।

২০০৩ সালের পর থেকে এখন পর্যন্ত ডেমোক্র্যাট দলের কেউই রাজ্যটির দখল নিতে পারেননি।

আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য মধ্যবর্তী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন আব্রাম। এতে জয়ী হতে পারলে তিনিই হবেন প্রথম মার্কিন কৃষ্ণাঙ্গ নারী গর্ভনর।

যুক্তরাষ্ট্রে বর্তমানে ছয়জন নারী গভর্নর রয়েছেন। এর মধ্যে দুইজন ডেমোক্র্যাট এবং চারজন রিপাবলিকান।

২০০৬ সালে প্রথমবারের মতো জর্জিয়া রাজ্যের হাউস অব রিপ্রেজেন্টেটিভ নির্বাচিত হওয়া স্ট্যাসি মিসিসিপি অঙ্গরাজ্যে বড় হয়েছেন। কিশোর বয়সে মা-বাবার সঙ্গে জর্জিয়ার আটলান্টায় পাড়ি জমান তিনি।








আরও পড়ুন

×