ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

পারমাণবিক পরীক্ষাকেন্দ্রের সুড়ঙ্গ 'ধ্বংস করেছে' উত্তর কোরিয়া

পারমাণবিক পরীক্ষাকেন্দ্রের সুড়ঙ্গ 'ধ্বংস করেছে' উত্তর কোরিয়া

সুড়ঙ্গ ধ্বংসের আগে পাঙ্গে-রি কেন্দ্রের স্যাটেলাইট ইমেজ— রয়টার্স

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০১৮ | ১২:৩৩ | আপডেট: ২৪ মে ২০১৮ | ১২:৫২

উত্তর কোরিয়া তার একমাত্র পারমাণবিক পরীক্ষাকেন্দ্রের সুড়ঙ্গগুলো 'ধ্বংস করে' দিয়েছে বলে মনে করা হচ্ছে।

দেশটির উত্তর-পশ্চিমে অবস্থিত পাঙ্গে-রি পারমাণবিক পরীক্ষাকেন্দ্র এলাকায় অবস্থানরত বিদেশি সাংবাদিকদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওই এলাকায় অবস্থানরত বিদেশি সাংবাদিকরা জানিয়েছেন, তারা বড় ধরনের বিস্ফোরণ প্রত্যক্ষ করেছেন।

অবশ্য দেশটির পাহাড়ি এলাকায় অবস্থিত পাঙ্গে-রি পরীক্ষাকেন্দ্রের সুড়ঙ্গ ধ্বংস করে দেওয়ার সময় নিরপেক্ষ পরিদর্শকদের সেখানে উপস্থিত থাকতে দেওয়া হয়নি।

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অংশ হিসেবে পিয়ংইয়ং চলতি বছরের শুরুতে এই পারমাণবিক পরীক্ষাকেন্দ্রটি বন্ধ করার ঘোষণা দিয়েছিল।

তবে বিজ্ঞানীদের ধারণা, গত বছরের সেপ্টেম্বরে সর্বশেষ পরীক্ষা চালানোর পর এই পরীক্ষাকেন্দ্রের একটি অংশ ধসে যায়, যা পরীক্ষাকেন্দ্রটিকে ব্যবহারের অনুপযোগী করে তোলে।

আন্তর্জাতিক সাংবাদিকদের বরাত দিয়ে বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়, পরপর কয়েকটি বিস্ফোরণে তিনটি সুড়ঙ্গ ধসে পড়ে। এর মধ্যে দুটো বিস্ফোরণ হয় সকালে, আর বিকেলে হয় চারটি বিস্ফোরণ।

সেখানে উপস্থিত সাংবাদিকদের মধ্যে স্কাই নিউজের সাংবাদিক টম চেশায়ারও ছিলেন। তিনি বলেন, 'আমরা পাহাড় বেয়ে ওপরে উঠি এবং প্রায় ৫০০ মিটার দূর থেকে বিস্ফোরণ প্রত্যক্ষ করি।'

টম চেশায়ার আরও বলেন, 'তারা কাউন্টডাউনও করেছিল। তিন, দুই, এক বলার পরপরই বড় একটি বিস্ফোরণ হয়।'

আরও পড়ুন

×