ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

রয়টার্সের খবরকে 'ভুয়া' বললেন কুয়ালালামপুর পুলিশ প্রধান

রয়টার্সের খবরকে 'ভুয়া' বললেন কুয়ালালামপুর পুলিশ প্রধান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০১৮ | ১২:১৩ | আপডেট: ১৩ মে ২০১৮ | ১২:১৭

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ফ্ল্যাটে তল্লাশি চালানোর অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।

এ সংক্রান্ত রয়টার্সের খবরকে ভুয়া মন্তব্য করে কুয়ালালামপুর পুলিশ প্রধান কম দাতুক সেরি মাজলান লাজিম বলেছেন, সে রকম কোনও ঘটনা ঘটেনি।

৯ মে মালয়েশিয়ায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ৯২ বছর বয়সী মাহাথির মোহাম্মদের কাছে পরাজিত হন ক্ষমতায় থাকা নাজিব রাজাক।

এরই মধ্যে দেশত্যাগে নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে দুর্নীতিতে অভিযুক্ত রাজাককে।

শনিবার রাতে পুলিশ প্রধান মাজলান লাজিম বলেন, ওই বাসায় কোনও ধরনের তল্লাশি বা অভিযান চালানো হয়। আমরা সিটি টিভির ফুটেজ দেখেছি।

তিনি বলেন, রয়টার্সের খবর সঠিক নয়। এটি ভুয়া। সংবাদ মাধ্যমটির উৎস নিয়েও প্রশ্ন তোলেন লাজিম।

নাম প্রকাশে অনিচ্ছুক দুই জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে এর আগে রাজাকে বাসায় তল্লাশির এক প্রতিবেদন প্রকাশ করে রয়টার্স। ওই বাসা ঘিরে রাখার খবরও দেয় তারা।

একজন পুলিশের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, তারা সাবেক প্রধানমন্ত্রীর বাসায় গুরুত্বপূর্ণ কাগজপত্রের খোঁজ করেন; যার মধ্যে সরকারের অতি গুরুত্বপূর্ণ কিছু নথিও রয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

তবে সব ধরনের অভিযোগই অস্বীকার করেন কুয়ালালামপুর পুলিশের প্রধান লাজিম।

প্রধানমন্ত্রী থাকাকালে নাজিবের বিরুদ্ধে মালয়েশিয়ার রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল ওয়ানএমডিবি থেকে ৭০ কোটি মার্কিন ডলার আত্মসাতের অভিযোগ রয়েছে।


আরও পড়ুন

×