ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

জনগণকে সেবা করতে পারলেই খুশি : আইনমন্ত্রী

জনগণকে সেবা করতে পারলেই খুশি : আইনমন্ত্রী

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ মে ২০১৮ | ১৬:১৮

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, তিনি জনগণের সেবক এবং জনগণের সেবা করাই তার কাজ। তিনি মনে করেন, সেবার মাধ্যমে জনগণকে খুশি করতে পারলেই তিনি ধন্য।

শুক্রবার রাজধানীর রমনা এলাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিশন মিলনয়তনে এক ইফতার মাহফিলে আইনমন্ত্রী এসব কথা বলেন। ঢাকাস্থ কসবাবাসীর সম্মানে আইনমন্ত্রী ইফতারের এই আয়োজন করেন।

কসবাবাসীর উদ্দেশ্যে মন্ত্রী বলেন, কসবা উপজেলার যদি একটা উন্নয়নও হয়ে থাকে তার অংশীদার আপনারা সকলেই। তিনি বলেন, আমাদের মধ্যে যে সহমর্মিতা, ভালোবাসা এবং বন্ধুত্ব রয়েছে তা অক্ষুণ্ণ রেখে দলমত নির্বিশেষে এলাকার উন্নয়ন করতে হবে। ইফতারের আগে আইনমন্ত্রী ইফতার মাহফিলে আগত অতিথিবৃন্দের সামনে ঘুরে ঘুরে তাঁদের সঙ্গে কুশল বিনিময় করেন। 

এ সময় দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর অব্যাহত শান্ত্মি ও অগ্রগতি কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়। ইফতারে কসবা উপজেলা সমিতি, ঢাকার সভাপতি ও সাধারণ সম্পাদক, রাজনীতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শিল্পপতি, সরকারি- বেসরকারি পেশাজীবী ও শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।

আরও পড়ুন

×