ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

গণফোরামে সাবেক ১০ সামরিক কর্মকর্তা

গণফোরামে সাবেক ১০ সামরিক কর্মকর্তা

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৮ | ১৩:৪৮ | আপডেট: ২০ নভেম্বর ২০১৮ | ০৩:৫১

গণফোরামে যোগ দিয়েছেন সেনা ও বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত ১০ কর্মকর্তা। সোমবার বিকেলে মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে তারা আনুষ্ঠানিকভাবে গণফোরামে যোগ দেন।

গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু এ তথ্য নিশ্চিত করেছেন।

গণফোরামে যোগ দেওয়া সেনা ও বিমান বাহিনীর সাবেক কর্মকর্তারা হলেন-লেফটেন্যান্ট কর্নেল (অব.) খন্দকার ফরিদুল আকবর, লেফটেন্যান্ট কর্নেল (অব.) শেখ আকরাম আলী, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. শহিদুল্লাহ, লেফটেন্যান্ট কর্নেল (অব.) আ ফ ম নুরুদ্দিন, মেজর (অব.) মাসুদুল হাসান, মেজর (অব.) মো. ইমরান, মেজর (অব.) বদরুল আলম সিদ্দিকী, স্কোয়াড্রন লিডার (অব.) ফোরকান আলম খান, স্কোয়াড্রন লিডার (অব.) মো. হাবিব উল্লাহ ও স্কোয়াড্রন লিডার (অব.) মো. মাহমুদ।

কামাল হোসেনের চেম্বারে গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী যোগদানকারীদের ফুল দিয়ে স্বাগত জানান।

এ সময় সুব্রত চৌধুরী এই ১০ জনের উদ্দেশ্যে বলেন, এই যোগদানের মধ্য দিয়ে রাজনীতিতে আপনাদের নতুন যাত্রা শুরু হলো। আমরা এক সাথে কাজ করবো।

লে. কর্নেল (অব.) খন্দকার ফরিদুল আকবর বলেন, ড. কামাল হোসেনের নেতৃত্বে দেশ উচ্চ আয়ের দেশে পরিণত হবে, দেশে নিখুঁত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং দেশ এগিয়ে যাবে।

আরও পড়ুন

×