ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

শেষ ষোলোতে রোনালদো-নেইমার দ্বৈরথ

শেষ ষোলোতে রোনালদো-নেইমার দ্বৈরথ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০১৭ | ১১:২১ | আপডেট: ১১ ডিসেম্বর ২০১৭ | ১১:৫৪

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরের শিরোপার অন্যতম দুই ফেবারিট রিয়াল মাদ্রিদ ও পিএসজি। তবে দুই দলের একটিকে শেষ ষোলো থেকে বিদায় নিতে হবে। শেষ ষোলোর লড়াইয়ে এই দুটি দল যে মুখোমুখি হবে।

সোমবার সুইজারল্যান্ডের নিয়নে ড্র ভাগ্য পিএসজিকে রিয়ালের সামনে দাঁড় করিয়ে দেয়। স্পেনের আরেক দল বার্সেলোনা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে চেলসিকে।

গ্রুপ পর্বে টটেনহ্যামের চেয়ে পিছিয়ে থেকে গ্রুপ রানার্সআপ হিসেবে নকআউট পর্বে জায়গা করে নেয় গত দুই আসরের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। হ্যাটট্রিট শিরোপা জিততে হলে নকআউটে আরো ক্ষুরধার পারফরম্যান্স উপহার দিতে হবে দলটি।

শেষ ষোলোর প্রথম লেগ ১৩/১৩/২০/২১ ফেব্রুয়ারি মাঠে গড়াবে। ফিরতি পর্বের ম্যাচটি ৬/৭/১৩/১৪ মার্চ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

×