ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

এভারেস্টের চূড়ায় মেসির জার্সি

এভারেস্টের চূড়ায় মেসির জার্সি

ছবি: স্পোর্টস এফসি বার্সেলোনা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০১৮ | ১১:২৮ | আপডেট: ২৩ মে ২০১৮ | ১১:৩৭

ড্যান জেনলুইবোকে ধন্যবাদ দিয়েছেন মেসি। ফুটবলের নায়ক হতে পারেন তিনি। কিন্তু তিনি তো আর এভারেস্ট জয় করেননি। জয় করেছেন ফুটবলের মাঠ। ভক্তদের মন। আর ভক্তের মন জয় করেই উঠে গেছেন বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায়। ড্যান হয়তো বোঝাতে চেয়েছেন ফুটবলে মেসির জনপ্রিয়তা এভারেস্টের চূড়ার মতোই। 

ড্যান কিন্তু আর্জেন্টিনা-স্পেন কিংবা ইউরোপের কোন বাসিন্দা নন। তিনি চীনের নাগরিক। গত শনিবার তিনি মাউন্ট এভারেস্ট জয় করেছেন। সঙ্গে মাউন্ট এভারেস্ট জয় করিয়ে এনেছেন মেসির জার্সি। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন মেসির আর্জেন্টিনার জার্সি ধরে তোলা ছবি। ছবিটা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি করেছে।    

ড্যানের প্রতি কৃতজ্ঞ মেসি তাকে ধন্যবাদ দিয়েছেন। সমুদ্র পৃষ্ঠ থেকে ৮,৮৪৮ মিটার উঁচু পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করার জন্য তাকে শুভেচ্ছা জানিয়েছেন। মেসি তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, 'এভারেস্টের চূড়ায় ওঠায় ড্যান জেনলুইবো আপনাকে ধন্যবাদ। এটা অনেক বড় অর্জন। আর আমার জার্সি ওখানে দেখিয়ে আমার প্রতি আপনার ভালোবাসা প্রদশর্নের জন্য অনেক ধন্যবাদ।' 

সূত্র: স্পোর্টস এফসি বার্সেলোনা 

আরও পড়ুন

×