ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

'ব্রাজিলকে অ্যানফিন্ডে দেখা ভীষণ উত্তেজনার'

'ব্রাজিলকে অ্যানফিন্ডে দেখা ভীষণ উত্তেজনার'

ছবি: ফাইল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০১৮ | ১৬:০৯ | আপডেট: ২৪ মে ২০১৮ | ১৬:৩৬

রাশিয়া বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নেবে দলগুলো। বিভিন্ন ক্লাবে খেলা তারকাদের দেখে নেওয়ার শেষ সুযোগ পাবেন কোচরা। ওই প্রীতি ম্যাচে ব্রাজিল মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। জুনের ৩ তারিখে লিভারপুলের মাঠ অ্যানফিন্ডে কৌতিনহো-মার্সেলোরা মুখোমুখি হবে মডরিচ-রাকিটিচদের। তবে লিভারপুলের সাবেক তারকা ল্যান রুশ মনে করেন, বিশ্বকাপের জন্য এই ম্যাচ ব্রাজিলকে দারুণ এক পটভূমি এঁকে দেবে। 

তিনি মনে করেন, আগামী মাসে ব্রাজিল যখন লিভারপুলে আসবে তখন সমর্থকরা তাদের শুভেচ্ছা জানাবে। একসঙ্গে ব্রাজিলিয়ানদের অ্যানফিন্ডে দেখাও দারুণ ব্যাপার বলে মনে করেন তিনি। নেইমার-ফিরমিনো এবং তার সতীর্থরা ক্লাবের হয়ে মাঠ কাঁপিয়েছেন। তাদের ঐতিহ্যবাহী ব্রাজিলিয়ান ফুটবলের প্রদর্শন দেখা রোমাঞ্চের ব্যাপার হবে বলে জানান তিনি। 

দুই বার ইউরোপা কাপ জেতা এই তারকা ব্রাজিলের প্রীতি ম্যাচ নিয়ে বলেন, 'এই মৌসুমে লিভারপুল যেভাবে খেলেছে তা দেখতে অনেকটা ব্রাজিলের ফুটবলের মতো। কিন্তু সকল ব্রাজিলিয়ানদের একসঙ্গে দেখতে পারা আরো বেশি রোমাঞ্চের হবে। লিভারপুলের সমর্থকদের জন্য ফুটবল পাগল এমন দেশকে দেখা হবে বিশেষ অনুভূতি। বিশেষ করে যারা দর্শকদের আনন্দ দিয়ে খেলে।'

ল্যান রুশ নিজে অ্যানফিল্ডে খেলেছেন। বিশ্বখ্যাত স্টেডিয়ামের মধ্যে একটি লিভারপুলের অ্যানফিল্ড। এখানে খেলা যে কতটা রোমাঞ্চের তা ব্রাজিলিয়ান স্টাইকার রবার্তো ফিরমিনো বেশ জানেন। এ বিষয়ে রুশ বলেন, 'অ্যানফিল্ডে খেলা বিশেষ কিছু। ফিরমিনো হয়তো তার সতীর্থদের বলবেন, এখানকার ফুটবল আবহটা কেমন। এটাকে দর্শকহীন দেখলে বাজে দেখায়। আর পুরো গ্যালারি পূর্ণ থাকলে দেখবেন সবাই গান ধরেছে।'  

আরও পড়ুন

×