ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

বিকল্প অনেক ফরমেশন হাতে আছে: তিতে

 বিকল্প অনেক ফরমেশন হাতে আছে: তিতে

ছবি: ফাইল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০১৮ | ১৬:১৯

জার্মানির কাছে ৭-১ গোল বিধ্বস্ত হওয়া দলটাকে বেশ গুছিয়ে নিয়েছেন ব্রাজিল কোচ তিতে। রাশিয়া যাওয়ার আগে ব্রাজিলকে পরিস্কার ফেবারিটের তকমা এনে দিয়েছেন। আক্রমণ ভাগ শানিত করেছেন। রক্ষণ কিংবা গোলবার সবক্ষেত্রে বিকল্প খেলোয়াড় হাতে আছে তার। আর বিকল্প খেলোয়াড় থাকা মানে বিকল্প ফরমেশন। প্রথম দল হিসেবে রাশিয়া বিশ্বকাপের টিকিট পাওয়া তিতেও জানালেন তেমনটা। 

এছাড়া ব্রাজিলের খেলার ধরণ সাম্বা নৃত্য। তিতে তার দলকে সেখানে আবার নিয়ে এসেছেন। এ বিষয়ে ব্রাজিল কোচ বলেন, 'ফলাফলের চেয়ে পারফরম্যান্সের গুরুত্ব বেশি বলে আমি মনে করি। খেলার ফলের নিয়ন্ত্রক আপনি না। তবে দলের পারফর্ম নিয়ন্ত্রণ করাটা আপনার কাজ। আমি সেটার ওপরই বেশি জোর দিয়েছি। আর প্রত্যেক খেলোয়াড়ের সামর্থ্যের ব্যাপারে পরিস্কার ধারণা থাকাটাও জরুরি।'

ব্রাজিল কোচের বিশ্বকাপ পরিকল্পনার দানি আলভেজ ছিলেন গুরুত্বপূর্ণ নাম। কিন্তু আলভেজ চোটের কারণে ছিটকে গেছেন। এ বিষয়ে কোচ মনে করেন, চোট খেলারই একটা অংশ। আলভেজ পরিকল্পনায় ছিলেন জানিয়ে তিতে বলেন, 'সে নিশ্চিতভাবেই মূল একাদশে থাকত। তবে আমাদের এখন অন্য কাউকে ভাবতে হচ্ছে। তার অভাব পূরণ করা বেশ কঠিন।'

দানি আলভেজ যেহেতু ব্রাজিল কোচের পরিকল্পনায় ছিলেনই। কিন্তু তাকে না পাওয়ায় ব্রাজিল খেলার ফরমেশনে কোন পরিবর্তন আনবে কি? এমন প্রশ্নের জবাবে তিতে বলেন, 'ফরমেশনের প্রশ্নে আমাদের হাতে অনেক বিকল্প আছে। পরিস্থিতি বিবেচনায় এটা পরিবর্তন হতেই পারে। তবে এটা নিশ্চিত, আমরা আগে কখনো করিনি এমন কৌশল প্রয়োগ করবো না। বিশ্বকাপে গিয়ে দল নিয়ে যাচাই-বাছাই বেশ বিপজ্জনক।'

আরও পড়ুন

×