ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

দুবাইয়ে উত্তাপ ছড়াচ্ছে বাংলাদেশ-ভারত ম্যাচ

দুবাইয়ে উত্তাপ ছড়াচ্ছে বাংলাদেশ-ভারত ম্যাচ

ছবি: ফাইল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০১৮ | ১১:০২ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৮ | ১৪:৩৪

দুবাইয়ের তাপমাত্র ৪৩ ডিগ্রিতে উঠা নামা করছে। সেই গরমে নতুন উত্তাপ ছড়াচ্ছে বাংলাদেশ-ভারত ম্যাচ। ২০১৫ বিশ্বকাপের বাংলাদেশ-ভারত ম্যাচ উপমহাদেশের এই দুই দলের লড়াইয়ে নতুন মাত্রা দেয়ে। রুবেলের 'নো বলে' রোহিতের আউট দিয়ে শুরু উত্তাপের। এরপর বাংলাদেশে এসে সিরিজ হেরেছে ভারত। উত্তাপ বেড়েছে। এশিয়া কাপের ফাইনালে, চ্যাম্পিয়নস লিগের নক আউট পর্বে, এবং নিদাহান ট্রফির ফাইনালে ভারতের কাছে হেরেছে বাংলাদেশ। তাতে উত্তাপ কমেনি। এবার আবার মুখোমুখি দু'দল। এবারও ছড়াচ্ছে উত্তাপ। 

আর তাতে নতুন ঘি ঢেলেছেন ভারতের সাবেক পেসার অজিত আগারকার। মাশরাফির দলে থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। কারণ আফগানদের বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে অধিনায়কের খরচে ওভার। তবে আগারকার হয়তো জানেন না আর মাত্র ৪ উইকেট হলে ২৫০ উইকেট পাওয়া বিশ্বের ১৭তম পেসার হবেন মাশরাফি। 

বাংলাদেশের এ ম্যাচে চিন্তার বিষয় পরপর দুই ম্যাচ খেলতে নামা। আর ভারতের চিন্তার বিষয় একাদশে থাকা হার্দিক পান্ডিয়া এবং শার্দুল ঠাকুর ছিটকে যাওয়া। শার্দুলের জায়গা পূরণ করা সম্ভব হলেও হার্দিকের মতো পেস অলরাউন্ডারের অভাব মেটানো কঠিন ভারতের জন্য। তাদের একাদশে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে দেখা যেতে পারে বড় পরিবর্তন। কেএল রাহুল ফিরতে পারেন এ ম্যাচে। চাহার বা জাদেজাকে দেখা যেতে পারে ভারতের একাদশে।   

এছাড়া বাংলাদেশ দলে এ ম্যাচে ফিরবেন বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর। ফিরবেন মুশফিকুর। সেজন্য আগের ম্যাচে অভিষেক হওয়া আবু হায়দারকে বেঞ্চে থাকতে হতে পারে। মুমিনুলের জায়গায় ফিরবেন মুশফিকুর। তবে অভিষেক ম্যাচে তামিমের বদলি হিসেবে খেলা শান্ত ভালো করতে না পারলেও একাদশে টিকে যেতে পারেন তিনি। 

বাংলাদেশ সম্ভাব্য একাদশ: লিটন দাস, নাজমুল হোসাইন শান্ত, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদি মিরাজ, মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান। 

ভারত সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, শেখর ধাওয়ান, আম্বাতি রাইডু, কেএল রাহুল, এমএস ধোনী, কেদার যাদব, দিপক চাহার, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, যুজবেন্দ্র চাহাল।

আরও পড়ুন

×