ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

পাকিস্তানকে ভালো লক্ষ্য দিল আফগানরা

পাকিস্তানকে ভালো লক্ষ্য দিল আফগানরা

ছবি: ফাইল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০১৮ | ১৩:১৬ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৮ | ১৫:৪১

এশিয়া কাপে নিজেদের ধারাবাহিকতা ধরে রেখেছে আফগানিস্তান। ভালো রান সংগ্রহ করে শ্রীলংকা এবং বাংলাদেশকে গ্রুপ পর্বে হারিয়েছে তারা। এরপর সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে করেছে ভালো সংগ্রহ। জয়ের জন্য সরফরাজের দলের সামনে দাঁড় করিয়েছে ২৫৭ রান। 

সুপার ফোরের প্রথম ম্যাচে দুবাইয়ে ভারতের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। অপর ম্যাচে আবুধাবিতে টস জিতে পাকিস্তানের বিপক্ষে ব্যাটে নামে আফগানরা। এরপর শুরুতে দুই উইকেট হারালেও তারা চাপ সামলে নেয়। 

আফগানিস্তানের দুই ওপেনার শুরুতে ৩১ রানে ফিরে যান। শাহজাদ করেন ২০ রান এবং এহসানউল্লাহ জানাত করেন ১০ রান। এরপর রহমত শাহ এবং হাসমতউল্লাহ শাহেদি চাপ সামলে নেন। দু'জনে যোগ করেন ৬৩ রান। এরপর রহমত শাহ ফিরে নিজের ৩৬ রানে। তবে ৯৭ রানের হার না মানা এক ইনিংস খেলেছন হাসমতউল্লাহ শাহেদি। এছাড়া অধিনায়ক আসগর আফগান ৬৭ রান করলে ভালো ভিত দাঁড়িয়ে যায় আফগানদের। 

তারা দু'জন গড়েন ৯৪ রানের দুর্দান্ত জুটি। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৫৭ রান তুলতে পারে তারা। পাকিস্তানের হয়ে মোহাম্মদ নওয়াজ ৩ উইকেট নেন। এছাড়া শাহিদ আফ্রিদি নেন ২ উইকেট। 

আফগানিস্তান একাদশ: মোহাম্মদ শাহজাদ, এহসানউল্লাহ জানাত, রহমত শাহ, হাসমতউল্লাহ শাহেদি, আসগর আফগান, মোহাম্মদ নবী, নাজিবউল্লাহ জাদরান, গুলবাদিন নাইব, রশিদ খান, আফতাব আলম, মুজিব উর রহমান।  

পাকিস্তান একাদশ: ইমাম উল হক, ফখর জামান, বাবর আজম, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ, আসিফ আলী, হ্যারিস সোহেল, মোহাম্মদ নওয়াজ, শাহিন আফ্রিদি, হাসান আলী, উসমান খান।

আরও পড়ুন

×