চিঠিপত্র
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০১৮
সম্প্রতি যশোর-বেনাপোল ৩৮ কিলোমিটার রাস্তা সম্প্রসারণের নামে দুই হাজারের বেশি গাছ কাটার সিদ্ধান্ত হয়েছে। যশোর শহরের দড়াটানা মোড় থেকে বেনাপোল পর্যন্ত সড়কটির দুই পাশে দুই হাজারেরও বেশি গাছ আছে। এখানে শতবর্ষী অনেক রেইনট্রি আছে। সীমান্তের ওপারে এই সড়কটি পরিচিত 'যশোর রোড' নামে। সীমান্তের ওপারেও রাস্তা চওড়া হয়েছে, কিন্তু একটা গাছও কাটা হয়নি। আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসেও এ সড়কটির রয়েছে ঐতিহাসিক অবস্থান। লাখ লাখ শরণার্থী ভারতে গিয়েছিল এই সড়ক ধরে।
মুক্তিযুদ্ধের সময় মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গ যুদ্ধ-এলাকা পরিদর্শন করেছিলেন। ফিরে গিয়ে তিনি লিখেছিলেন তার ঐতিহাসিক কবিতা 'সেপ্টেম্বর অন যশোর রোড'। স্মৃতিবিজড়িত এই রাস্তাটি ৪ লেনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু আমাদের শঙ্কা হলো, চার লেন করার জন্য রাস্তার দুই পাশে থাকা ২ হাজার ৩১২টি গাছ কেটে ফেলার সিদ্ধান্ত সিদ্ধান্ত হয়েছে। উন্নয়নের জন্য শতবর্ষী এই গাছগুলো কেটে ফেলা হবে একটি আত্মধ্বংসী উদ্যোগ। এসব গাছ না কেটেও রাস্তা চওড়া করা যায় কি-না তা আরেকবার ভাবার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। বৃক্ষ ও মানুষ একে অপরের পরিপূরক।
আবদুল্লাহ আল মাউন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা
বাংলাদেশে যখন গড় আয়ু ছিল ৫০ বছর, তখন চাকরিতে প্রবেশের বয়সসীমা করা হয়েছিল ৩০ বছর। বর্তমানে গড় আয়ু ৭২ বছর, অথচ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছরেই আটকে আছে। দেশে লাখ লাখ বেকার বয়সের মারপ্যাঁচে চাকরি পাচ্ছে না। মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদ স্পিকার থাকা অবস্থায় চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার যুক্তি দেখিয়েছিলেন। সবার প্রাণের দাবি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করা হোক, যাতে মেধাবী বেকাররা তাদের মেধা যাচাইয়ে সরকারি চাকরিতে প্রবেশ করে ডিজিটাল বাংলাদেশ গড়তে অগ্রণী ভূমিকা রাখতে পারেন। এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি।
মুন্নাফ হোসেন, ফুলবাড়িয়া, ময়মনসিংহ
পিরোজপুরে রেল সংযোগ চাই
দেশের দক্ষিণের এক জেলা শহর পিরোজপুর। এ জেলার ব্যাপক উন্নয়নে প্রয়োজন রেললাইন স্থাপন ও পিরোজপুরের পাড়েরহাটে নদীবন্দর গড়ে তোলা। রেল সংযোগ ও বন্দর স্থাপিত হলে পিরোজপুরে ব্যবসা-বাণিজ্যের সমৃদ্ধি ঘটবে। ব্যাপক কর্মসংস্থানের সুযোগও হবে। নেপাল ও ভুটানের পক্ষে মোংলা বন্দরের পরিবর্তে পাড়েরহাটকে লাইটারেজ বন্দর হিসেবে ব্যবহার করাও সহজ হয়ে উঠবে। শুধু তাই নয়, ভারী শিল্পযন্ত্র পরিবহনের মাধ্যমে ব্যাপক শিল্পায়নের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি বৈদেশিক বাণিজ্য বৃদ্ধি পাবে এবং নতুন নতুন ব্যবসার ক্ষেত্রও তৈরি হবে। পাড়েরহাটে বন্দর হলে এ বন্দরকে ২৪ ঘণ্টা সচল রাখতে পাওয়ার স্টেশন বা বড় জেনারেটর স্থাপনের প্রয়োজন হবে। এতে পিরোজপুর জেলা শহরে সরাসরি বিদ্যুৎ পাওয়ারও সুযোগ ঘটবে। উল্লেখ্য, পিরোজপুরের কাছাকাছি পাটগাতি পর্যন্ত রেললাইন সম্প্রসারণ কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। তাই এর সম্প্রসারণ পিরোজপুর পর্যন্ত হবে- এটাই প্রত্যাশা। সরকারের স্ব স্ব বিভাগ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে পারে।
লিয়াকত হোসেন খোকন, রূপনগর, ঢাকা
ফুট ওভারব্রিজ স্থাপন করুন
বাংলাদেশের জনগণ বেশিরভাগ সময় হেঁটে বা বিভিন্ন যানবাহনে গন্তব্যে পৌঁছে। সে অবস্থা ঢাকাতেও। ঢাকার দুটি জনবহুল সড়ক হচ্ছে টিভি সেন্টার ও বিজয় সরণি। এই জনবহুল পথে জনগণের পারাপারের সময় যানজটের সৃষ্টি হয়; দুর্ঘটনাও ঘটতে পারে। রামপুরা টিভি সেন্টারের ওখান দিয়ে যাত্রাবাড়ী, শনির আখড়া থেকে শুরু করে মাদারটেক, নন্দিপাড়া, মেরাদিয়া, গোরান প্রজেক্ট এবং রামপুরা প্রজেক্টের বহু গাড়ি ২৪ ঘণ্টা চলাচল করছে।
এমনকি উত্তরা, গুলশান, তেজগাঁও থেকে শুরু করে দেশের বিভিন্ন স্থান থেকে চলাচল করছে। এই ত্রিকোণ রাস্তার পুলিশ বক্স থেকে উল্টোদিকে হাতিরঝিলের ওপরে ওভারব্রিজ স্থাপন করলে যানজটের কিছুটা নিরসন এবং জনগণের চলাফেরার সুবিধা হতো। আরও একটি ব্যস্ততম সড়ক হচ্ছে বিজয় সরণি। এখান দিয়ে সব সময় দেশের নেত্রীসহ বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা চলাফেরা করেন। সে স্থানে একটি চতুষ্পদ ওভারব্রিজ স্থাপন খুবই প্রয়োজন। এ দুটি ওভারব্রিজ তৈরি হলে জনগণের চলাচলের সুবিধা ও যানজটও
কিছু অংশে কমে আসত। সংশ্নিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ, রামপুরা ও বিজয় সরণির ওপর একটি ওভারব্রিজ করে জনগণের চলাচল সহজ করুন।
সাইদ উদ্দিন চাকলাদার জলি, মাদারটেক, ঢাকা
- ছাত্রলীগকে নিয়ে আমরা নতুন করে ভাবছি: কাদের
- শেরপুরে ধানক্ষেতে ব্যবসায়ীর লাশ
- নিউজিল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে বাঙালি শিক্ষার্থীদের বর্ষবরণ
- ১০০ বলের ফরম্যাটে টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব ইসিবির
- নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
- ‘তিন ছাত্রীকে অভিভাবকের হাতে তুলে দেওয়া হয়েছে’
- যুক্তরাষ্ট্রের ম্যাডিসনে বাংলা নববর্ষ বরণ
- মাদারীপুরে প্রাথমিকের শিক্ষক নিয়োগের প্রশ্ন ফাঁসের অভিযোগে ১৫
- ঘরে মোরগ ঢোকায় ৩ জনকে পিটুনি
- তমা মির্জার চার চলচ্চিত্র
- টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় শেখ হাসিনা
- শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসায় জাস্টিন ট্রুডো
- এরশাদ নাটক আর কত!
- স্বীকৃতি মিলছে না প্রাথমিক শিক্ষকদের উচ্চতর সনদের
- আট দিন ধরে নিখোঁজ সঙ্গীত শিক্ষক মনিকা
- ব্যবসায়ীর চুল ধরে চড়ালেন ছাত্রলীগ নেতা
- অবশেষে মুক্ত হিল উইমেন্স ফেডারেশনের দুই নেত্রী
- মেসি আঘাত পেলে মারকেদোর দেশে ফেরা বন্ধ!
- আওয়ামী লীগে টানাপড়েন বিএনপি সুযোগের সন্ধানে
- ঢাবি সিন্ডিকেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচনে নীল দলের জয়
- স্বীকৃতি মিলছে না প্রাথমিক শিক্ষকদের উচ্চতর সনদের
- দুয়ার খুলল আমিরাতের
- কূটনৈতিক চ্যালেঞ্জে বাংলাদেশ
- 'বিতর্কচর্চায় শিক্ষার্থীরা জ্ঞানসমৃদ্ধ হয়'
- মাদকে সর্বনাশ
- 'বিশ্বস্ত' কর্মচারীর শরীরের কাটা দাগে মিলল ক্লু
- এবারও নৌকার হালে খসরু বিএনপির আস্থা শওকতে
- পাল্টে যাচ্ছে গ্রামীণ রান্নাঘর
- গাজীপুরে শুধু মেয়র পদে প্রচার চালাবে আ'লীগ
- শেষ সময়ে বেশি বরাদ্দ চান এমপিরা