প্রধানমন্ত্রীর বক্তব্যে সমঝোতার ইঙ্গিত নেই :ফখরুল
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০১৮
সমকাল প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতির উদ্দেশে দেওয়া ভাষণের ঘণ্টাখানেক পর গতকাল শুক্রবার রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। আজ শনিবার বিকেল ৩টায় এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, দেশে রাজনৈতিক সংকট চলছে। তবে প্রধানমন্ত্রী তার ভাষণে কীভাবে নির্বাচন অর্থবহ করা যায় তা নিয়ে কিছু বলেননি। দুঃখজনকভাবে তার বক্তব্যে সংকট নিরসনের কোনো লক্ষণও খুঁজে পাওয়া যায়নি। তার বক্তব্যের সঙ্গে সত্যতার মিল নেই।
মির্জা ফখরুল বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে ৫ শতাংশের কম ভোট পড়েছে। এ পরিস্থিতিতে আগামী নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সুষ্ঠু নির্বাচন দরকার। তবে এ ধরনের আয়োজনে সরকার আন্তরিক নয়। এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
প্রধানমন্ত্রী বলেছেন দেশ উন্নয়নের মহাসড়কে। এ বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, প্রকৃতপক্ষে দেশ দুর্নীতির মহাসড়কে। উন্নয়নের নামে সবচেয়ে বেশি হচ্ছে দুর্নীতি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশের মানুষের অবস্থার পরিবর্তনের কথা বলেছেন। কিন্তু বিদ্যমান সংবিধান অনুযায়ী নির্বাচনের কথা বলায় সে সংকট রয়ে গেল। দেশের মানুষ অর্থবহ নির্বাচন দেখতে চায়। তার বক্তব্যে সমঝোতার ইঙ্গিত দেখা গেল না। এটা হতাশাজনক। মানুষ এ অন্যায় সহ্য করবে না।
নির্বাচন নিয়ে কোনো নৈরাজ্য সহ্য হবে না- প্রধানমন্ত্রীর এ বক্তব্যকে 'হুমকি' বলে মত দেন ফখরুল। তিনি বলেন, প্রধানমন্ত্রী হুমকির সুরে এ কথা বলেছেন। আমরা বলতে চাই, নৈরাজ্য বিরোধী দল সৃষ্টি করে না। নৈরাজ্য সরকার করে। বিগত সময়ে তারাই নৈরাজ্য করেছিল যাতে নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত হয়।
বিএনপি মহাসচিব প্রশ্ন তোলেন, এ সংবিধান কাদের? কাদের দিয়ে সংবিধান সংশোধন করা হয়েছে? সংবিধান সংশোধনে জনগণের আশার প্রতিফলন হয়নি। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার একতরফাভাবে বাতিল করা হয়েছে।
এদিকে গতরাতে বনানী মাঠে বিএনপির শীতবস্ত্র বিতরণের কর্মসূচি থাকলেও উত্তর সিটি করপোরেশনের তফসিল ঘোষণা করায় তা বাতিল করা হয়। তফসিল অনুযায়ী প্রতীক বরাদ্দ না হওয়া পর্যন্ত কোনো প্রচার করা যাবে না। পরে মির্জা ফখরুলসহ নেতারা গুলশান কার্যালয়ে ফিরে যান। কার্যালয়ের সামনেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতা গৌতম চক্রবর্তী, অর্পণা রায়, চট্টগ্রাম মহানগর সভাপতি ডা. শাহাদাত হোসেন, চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর বক্তব্য আত্মতুষ্টিতে ভরপুর- আমীর খসরু :এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রীর ভাষণ গতানুগতিক, আত্মতৃপ্তি ও আত্মতুষ্টিতে ভরপুর। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী উন্নয়নের যে ফিরিস্তি দিয়েছেন, তা ভুলে ভরা। এ ভাষণে জনগণ হতাশ। প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় সমকালকে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, দেশবাসীর আশা ছিল, প্রধানমন্ত্রী দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে একটি রাজনৈতিক সমঝোতার আভাস দেবেন। তার ভাষণে তা না থাকায় এ বক্তব্য সময়ের চাহিদা মেটাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
আমীর খসরু বলেন, তার এ বক্তব্যের সারমর্মে এতটুকু বুঝতে পারছি, তারা এই পথে আগেও চলেছে একবার বাকশাল দিয়ে। এখনও একই পথে এগোচ্ছে। কিন্তু সেই পথ পিচ্ছিল। তিনি আরও বলেন, জনগণকে বাইরে রেখে ক্ষমতা দখলের যে প্রক্রিয়া তা হতে দেবে না দেশের মানুষ।
২০১৮ সালের শেষে সাংবিধানিক নিয়মে একাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে- প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় আমীর খসরু মাহমুদ বলেন, জনগণকে বাইরে রেখে ক্ষমতা দখলের যে প্রক্রিয়া তা তারা বিগত দিনেও করার চেষ্টা করেছে একদলীয় শাসন ব্যবস্থার মাধ্যমে। সেটার ফল তারা পেয়েছে। এখন আবারও সেই পথে সরকার এগোতে চাইলে বাংলাদেশের মানুষ তা প্রতিরোধ করবে।
- গেইলকে কিনে আইপিএল বাঁচিয়েছেন শেবাগ!
- ছাত্রলীগকে নিয়ে আমরা নতুন করে ভাবছি: কাদের
- শেরপুরে ধানক্ষেতে ব্যবসায়ীর লাশ
- নিউজিল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে বাঙালি শিক্ষার্থীদের বর্ষবরণ
- ১০০ বলের ফরম্যাটে টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব ইসিবির
- নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
- ‘তিন ছাত্রীকে অভিভাবকের হাতে তুলে দেওয়া হয়েছে’
- যুক্তরাষ্ট্রের ম্যাডিসনে বাংলা নববর্ষ বরণ
- মাদারীপুরে প্রাথমিকের শিক্ষক নিয়োগের প্রশ্ন ফাঁসের অভিযোগে ১৫
- ঘরে মোরগ ঢোকায় ৩ জনকে পিটুনি
- টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় শেখ হাসিনা
- শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসায় জাস্টিন ট্রুডো
- এরশাদ নাটক আর কত!
- স্বীকৃতি মিলছে না প্রাথমিক শিক্ষকদের উচ্চতর সনদের
- আট দিন ধরে নিখোঁজ সঙ্গীত শিক্ষক মনিকা
- ব্যবসায়ীর চুল ধরে চড়ালেন ছাত্রলীগ নেতা
- অবশেষে মুক্ত হিল উইমেন্স ফেডারেশনের দুই নেত্রী
- মেসি আঘাত পেলে মারকেদোর দেশে ফেরা বন্ধ!
- আওয়ামী লীগে টানাপড়েন বিএনপি সুযোগের সন্ধানে
- ঢাবি সিন্ডিকেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচনে নীল দলের জয়
- স্বীকৃতি মিলছে না প্রাথমিক শিক্ষকদের উচ্চতর সনদের
- দুয়ার খুলল আমিরাতের
- কূটনৈতিক চ্যালেঞ্জে বাংলাদেশ
- 'বিতর্কচর্চায় শিক্ষার্থীরা জ্ঞানসমৃদ্ধ হয়'
- মাদকে সর্বনাশ
- 'বিশ্বস্ত' কর্মচারীর শরীরের কাটা দাগে মিলল ক্লু
- এবারও নৌকার হালে খসরু বিএনপির আস্থা শওকতে
- পাল্টে যাচ্ছে গ্রামীণ রান্নাঘর
- গাজীপুরে শুধু মেয়র পদে প্রচার চালাবে আ'লীগ
- শেষ সময়ে বেশি বরাদ্দ চান এমপিরা