বগুড়ার সেই বধ্যভূমিতে খনন শুরু
বগুড়া ব্যুরো
মুক্তিযুদ্ধকালীন গণকবরের সন্ধানে বগুড়া রেলওয়ে স্টেশন-সংলগ্ন তৎকালীন
এসডিও বাংলোর ভেতরে খননের কাজ অবশেষে শুরু হলো। গতকাল বৃহস্পতিবার শহীদ
বুদ্ধিজীবী দিবসের সকালে জেলা প্রশাসনের উদ্যোগে বধ্যভূমির ভরাট হয়ে যাওয়া
একটি কূপ খনন শুরু হয়। প্রথম দিন প্রায় ১২ ফুট পর্যন্ত খনন করে দুটি হাড়
পাওয়া গেছে।
বগুড়া জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকীর উপস্থিতিতে খননকালে
অন্যান্যের মধ্যে স্থানীয় মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, গবেষক ও
গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। এলাকাবাসী ও মুক্তিযোদ্ধাদের বর্ণনা
অনুযায়ী, রেলওয়ে স্টেশনের দক্ষিণে ওই এসডিও বাংলোকে পাকিস্তানি সেনারা
টর্চার সেলে পরিণত করেছিল মুক্তিযুদ্ধের সময়টিতে। আশপাশের কোয়ার্টারে
বসবাসরত রেলওয়ের তৎকালীন বিহারি কর্মচারীরা বাঙালি তরুণ ও মুক্তিযোদ্ধাদের
ধরে এনে পাকিস্তানি সেনাদের হাতে তুলে দিত। পরে তাদের হত্যা করা হতো। আর
রক্তাক্ত মৃতদেহগুলো সরিয়ে কূপে ফেলার কাজটি করানো হতো দশীন জমাদার নামে
রেলওয়েতে কর্মরত তৎকালীন এক সুইপারকে দিয়ে। যুদ্ধের শেষদিকে কূপটি মাটি
দিয়ে ভরাট করা হয়।
নৃশংস ওই হত্যাযজ্ঞের খবর স্বাধীনতার পর ১৯৭২ সালে 'সংবাদ' পত্রিকায় প্রথম
প্রকাশিত হয়। এরপর হাসান হাফিজুর রহমান সম্পাদিত 'মুক্তিযুদ্ধের দলিলপত্র'
বই-এর অষ্টম খণ্ডেও তা স্থান পায়। এরপর থেকেই ওই কূপটি খননের দাবি জানিয়ে
আসছিলেন এলাকাবাসী। সম্প্রতি এ নিয়ে একাধিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের
পর জেলা প্রশাসনের পক্ষ থেকে কূপ খননের উদ্যোগ নেওয়া হয়।
বগুড়ার জেলা প্রশাসক নূরে আলম সিদ্দিকী বলেন, 'যেহেতু মুক্তিযুদ্ধের
দলিলপত্রে এখানে গণকবরের কথা উল্লেখ রয়েছে, তাই আমরা এটি খননের সিদ্ধান্ত
নিয়েছি।'
মুক্তিযোদ্ধা সংসদের বগুড়া জেলা কমান্ডার রুহুল আমিন বাবলু বলেন, 'এখানে
গণকবর আছে, এমন কথা পত্রপত্রিকার মাধ্যমে জেনেছি। সেটা আজ খনন করা হচ্ছে।
এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ।'
মুক্তিযোদ্ধা ও বগুড়া জেলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ উদ্দিন বলেন,
'গণকবরগুলোও মুক্তিযুদ্ধের ইতিহাসের একটা অংশ। আগামী প্রজন্মের কাছে এগুলো
তুলে ধরতে হবে।'
আগামীতেও মুক্তিযুদ্ধ সম্পর্কিত যে কোনো কাজে সহায়তা দিয়ে যাবেন বলে জানান বগুড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট মাহবুবর রহমান।
- শেরপুরে ধানক্ষেতে ব্যবসায়ীর লাশ
- নিউজিল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে বাঙালি শিক্ষার্থীদের বর্ষবরণ
- ১০০ বলের ফরম্যাটে টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব ইসিবির
- নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
- ‘তিন ছাত্রীকে অভিভাবকের হাতে তুলে দেওয়া হয়েছে’
- যুক্তরাষ্ট্রের ম্যাডিসনে বাংলা নববর্ষ বরণ
- মাদারীপুরে প্রাথমিকের শিক্ষক নিয়োগের প্রশ্ন ফাঁসের অভিযোগে ১৫
- ঘরে মোরগ ঢোকায় ৩ জনকে পিটুনি
- তমা মির্জার চার চলচ্চিত্র
- ৭শ’ বছরের গাছ বাঁচাতে স্যালাইন!
- টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় শেখ হাসিনা
- শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসায় জাস্টিন ট্রুডো
- এরশাদ নাটক আর কত!
- স্বীকৃতি মিলছে না প্রাথমিক শিক্ষকদের উচ্চতর সনদের
- আট দিন ধরে নিখোঁজ সঙ্গীত শিক্ষক মনিকা
- ব্যবসায়ীর চুল ধরে চড়ালেন ছাত্রলীগ নেতা
- অবশেষে মুক্ত হিল উইমেন্স ফেডারেশনের দুই নেত্রী
- মেসি আঘাত পেলে মারকেদোর দেশে ফেরা বন্ধ!
- আওয়ামী লীগে টানাপড়েন বিএনপি সুযোগের সন্ধানে
- ঢাবি সিন্ডিকেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচনে নীল দলের জয়
- স্বীকৃতি মিলছে না প্রাথমিক শিক্ষকদের উচ্চতর সনদের
- দুয়ার খুলল আমিরাতের
- কূটনৈতিক চ্যালেঞ্জে বাংলাদেশ
- 'বিতর্কচর্চায় শিক্ষার্থীরা জ্ঞানসমৃদ্ধ হয়'
- মাদকে সর্বনাশ
- 'বিশ্বস্ত' কর্মচারীর শরীরের কাটা দাগে মিলল ক্লু
- এবারও নৌকার হালে খসরু বিএনপির আস্থা শওকতে
- পাল্টে যাচ্ছে গ্রামীণ রান্নাঘর
- গাজীপুরে শুধু মেয়র পদে প্রচার চালাবে আ'লীগ
- শেষ সময়ে বেশি বরাদ্দ চান এমপিরা