মুক্তাগাছায় মাদকাসক্ত স্বামীর বর্বরতা
টাকার জন্য স্ত্রীর গালে ইস্ত্রির ছ্যাঁকা
শফিউল্লাহ সরকার শফিক, মুক্তাগাছা (ময়মনসিংহ)
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বাসিন্দা শাপলা বেগম স্বামীর সংসারে পা রেখেছিলেন সুদিনের প্রত্যাশায়। এরপর মাদকাসক্ত স্বামীকে নিয়ে দুঃস্বপ্নের ঘোরে পার হয়েছে দীর্ঘ এক যুগ। শাপলার স্বামী হাফিজ উদ্দিন বিয়ের পর মাদকাসক্ত হয়ে পড়ায় দুর্যোগ নেমে আসে সংসারে। ধকল সামলাতে ব্র্যাকের স্থানীয় কার্যালয়ে যোগ দেন কর্মী হিসেবে। তার উপার্জনেই টিকে আছে সংসার। একমাত্র সন্তানের ভবিষ্যতের কথা ভেবে এমন দুর্দশাকে শাপলা নিয়তি বলেই মেনে নিয়েছেন। তবু নির্মমতা থেকে রেহাই পাননি তিনি। গরম ইস্ত্রির ছ্যাঁকায় কর্মজীবী এই নারীর মুখমণ্ডলের একাংশ মারাত্মকভাবে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত স্বামী পালিয়ে গেছে বলে জানান এলাকাবাসী।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শাপলা গতকাল শনিবার সমকালকে জানান, মাদক কেনার টাকা না দেওয়ায় গত মঙ্গলবার তার গালে গরম ইস্ত্রির ছ্যাঁকা দেয় স্বামী হাফিজ উদ্দিন। এর আগে তাকে ব্যাপক মারধরও করা হয় বলে অভিযোগ শাপলার। বিয়ের পর থেকেই মুখ বুজে স্বামীর এমন পাশবিক নির্যাতন সয়েছেন বলেও দাবি করেন ব্র্যাকের এই মাঠকর্মী।
খোঁজ নিয়ে জানা যায়, মুক্তাগাছা শহরের মনিরামবাড়ির হাফিজ উদ্দিনের সঙ্গে ১২ বছর আগে একই উপজেলার নিমুরিয়া গ্রামের শাপলা বেগমের বিয়ে হয়। এর কিছুদিন পর মাদকাসক্ত হয়ে পড়ে হাফিজ। এরই মধ্যে কন্যা সন্তানের মা হন শাপলা। দিনদিন পরিস্থিতির আরও অবনতি ঘটে। সংসার চালাতে ব্র্যাকে চাকরি নেন শাপলা। সেখান থেকে মাদক কেনার টাকা নিতে স্ত্রীকে নিত্যদিনই অমানবিক নির্যাতন করে আসছিল হাফিজ।
এ নিয়ে স্থানীয় সালিশে একাধিকবার বিচারও হয়েছে। তবু হাফিজকে শোধরানো যায়নি। গত মঙ্গলবার দাবি মোতাবেক টাকা না পেয়ে অফিস যাওয়ার পথে শাপলার গালে গরম ইস্ত্রির ছ্যাঁকা দেয় সে। শাপলার চিৎকারে সবাই ছুটে এলে হাফিজ পালিয়ে যায়। এলাকাবাসী শাপলাকে হাসপাতালে নিয়ে যায়। ক্ষত গভীর হওয়ায় সেরে উঠতে সময় লাগবে বলে জানিয়েছেন চিকিৎসক। চিকিৎসাধীন শাপলা কান্নাভেজা কণ্ঠে বলেন, মেয়ের ভবিষ্যতের কথা ভেবে হাফিজের নির্যাতন মেনে নিয়েছেন এতদিন। এবার দৃষ্টান্তমূলক শাস্তি চান।
মুক্তাগাছা থানার ওসি আলী আহম্মেদ মোল্লা জানান, এলাকাবাসীর কাছে অভিযোগ পেয়ে হাফিজকে ধরতে পুলিশি তৎপরতা চলছে।
- নতুন সংকটে বিএনপি
- রেলের পুকুর ভরাট করে প্লট বরাদ্দ দিচ্ছেন ইজারাদার
- জালিয়াতি করে দখল-বিক্রি কমরেড ফরহাদের বাড়ি
- আওয়ামী লীগে তৎপর অর্ধশত তরুণ আইনজীবী
- সেই বিপাশার বিয়ে শুক্রবার
- বিদায় চ্যাম্পিয়ন্স ট্রফি!
- পিরোজপুরে স্ত্রী ও শ্বশুরকে কুপিয়ে হত্যা
- রোহিঙ্গা শিবিরে দোকান নিয়ে সংঘর্ষে নারী নিহত
- কোহলিকে জরিমানা
- আগামী বাজেট হবে জনকল্যাণমুখী ও ব্যবসাবান্ধব: এনবিআর চেয়ারম্যান
- 'অভিনেত্রী হতে চাইলে যৌন সম্পর্ক করতেই হবে'
- ভয়ঙ্কর চালক-হেলপার তারা
- কুকুরের কারণে ভাঙনের মুখে ইমরানের তৃতীয় সংসার!
- তারেক আপাতত বাংলাদেশের নাগরিক নন: আইনমন্ত্রী
- সন্ধ্যায় কাঠমান্ডু পৌঁছাবে ঢাকার বাস দুটি
- পা জ্বালাপোড়া করলে যা করবেন
- আবেদন করলেও পাসপোর্ট পাবেন না তারেক: ডিজি
- ৭৫ লাখ টাকা পর্যন্ত গৃহঋণ পাবেন সরকারি চাকরিজীবীরা
- শিশু অতিরিক্ত চঞ্চল হলে যা করণীয়
- কোটা বাতিলের প্রজ্ঞাপন জারি না হলে ফের আন্দোলন
- বাংলাদেশি পাসপোর্ট পাবেন না দণ্ডিত তারেক
- সিনহার ব্যাংক হিসাবে চার কোটি টাকা জমা
- কারচুপির আশঙ্কা আছে :মঞ্জু
- নির্বাচন হবে সুষ্ঠু ও নিরপেক্ষ :খালেক
- ভোটব্যাংক 'টঙ্গী'
- বিএনপির চিকিৎসকরাও মনোনয়ন পেতে তৎপর
- এলএনজি নিয়ে নতুন স্বপ্ন শিল্প খাতে
- বেদনার অশ্রুতে ঝরেছে না পাওয়ার ক্ষোভ
- নির্বাচনী বাজেটে কর নয়, থাকবে ছাড়
- নারায়ণগঞ্জে মহাশ্মশানের জলাধার দখল