ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

সোনাহাট স্থলবন্দরে শ্রমিকদের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

সোনাহাট স্থলবন্দরে শ্রমিকদের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০১৮ | ১৩:৫৯ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৮ | ১৪:০১

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। বন্দরের লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হওয়ায় নির্বাচন স্থগিত করে ১৪৪ ধারা জারি করা হয়। 

বন্দরসহ আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করে শুক্রবার সকাল ১১টা থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

বন্দরসহ আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করে শুক্রবার সকাল ১১টা থেকে ১৪৪ ধারা জারি করা হয়।

সোনাহাট স্থল বন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সরকার রকীব আহমেদ জুয়েল বলেন, রংপুরস্থ আঞ্চলিক শ্রম দপ্তরের নিষেধাজ্ঞা থাকা সত্বেও লোড-আনলোড শ্রমিক ইউনিয়ন (রেজিষ্ট্রেশন নম্বর রাজ-২৯৭৭) এর সাধারণ সম্পাদক ইউসুফ আলী ব্যাপারির গ্রুপ নির্বাচন করার চেষ্টা করলে সভাপতি তবিজ উদ্দিন গ্রুপ বাঁধা দেয়। এতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েনসহ ১৪৪ ধারা জারি করা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএইচএম মাগফুরুল ইসলাম আব্বাসী বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে। 

আরও পড়ুন

×