ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

মহেশখালীতে র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

মহেশখালীতে র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৮ | ০৬:৪৫

মহেশখালীর প্যারাবণে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে 'বন্দুকযুদ্ধে' একজন নিহত হয়েছেন। নিহত আবুল হাসান মানিক জলদস্যু বলে দাবি করেছে র‌্যাব।

কুতুবজোমের ঘটিভাঙ্গা-সোনাদিয়া সংযোগ সড়কের পাশে প্যারাবনে সোমবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে র‌্যাব।

নিহত ব্যক্তি কুতুবদিয়ার মধ্যম করলাপাড়াস্থ লেদুমিয়ার ছেলে। ঘটনাস্থল থেকে ২টি এলজি ও ৮ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে দাবি র‌্যাবের।

র‌্যাব জানায়, সোমবার ভোরে একদল জলদস্যু দস্যুতার জন্য প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে র‌্যাব-৭ এর একটি দল ওই এলাকায় অভিয়ান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা গুলি ছুটতে ছুটতে বনের দিকে চলে যায়। এ সময় র‌্যাবও আত্মরক্ষার্তে পাল্টা গুলি করে। দস্যুরা পালালেও মানিক নামে এক জলদস্যু আহত অবস্থায় পড়ে থাকে।  আহত মানিককে উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিয়ে আসলে সেখানে সকাল ৮টা ২০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে মানিকের লাশ মহেশখালী থানায় হস্তান্তর করে র‌্যাব সদস্যরা।

মহেশখালীর এসআই পংকজ বলেন, ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান র‌্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্পের কমান্ডার মেহেদী হাসান।

আরও পড়ুন

×