- জাতীয় শোক দিবস
- জিয়াই বঙ্গবন্ধু হত্যার প্রধান পরিকল্পনাকারী: মির্জা আজম
জিয়াই বঙ্গবন্ধু হত্যার প্রধান পরিকল্পনাকারী: মির্জা আজম
-samakal-637bcd6a7f7ff.jpg)
সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের অতিথিরা - সমকাল
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেছেন, 'জিয়াই বঙ্গবন্ধু হত্যার পরিকল্পনাকারী মাস্টারমাইন্ড। তারই ছেলে তারেক জিয়া ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড মেরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিলেন। ওই দিন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী নিহত হন, পঙ্গু হন অনেকেই।'
সোমবার সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলহাজ ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী আলহাজ জাহিদ মালেক, আওয়ামী লীগের নেতা মো. দেলোয়ার হোসেন, মো. আনোয়ার হোসেন ও শাহবুদ্দিন ফরাজী, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম, সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, কেন্দ্রীয় পরিবেশ উপকমিটির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান রুবেল প্রমুখ।
মির্জা আজম বলেন, 'ফখরুলের বাবা ঠাকুরগায়ের একজন রাজাকার ছিলেন। তার ছেলে নাকি ১০ ডিসেম্বর রাজাকারদের নিয়ে ঢাকার শহরে খেলা দেখাবে। ওই দিন আওয়ামী লীগও মাঠে থাকবে। জিয়াউর রহমান ১১ নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন। জিয়া ক্ষমতায় আসার পর ১১ হাজার যুদ্ধাপরাধীদের মুক্ত করে দিয়েছিলেন। এর পর তিনি গোলাম আযমকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন।'
তিনি বলেন, 'খুনি জিয়াই জামায়াতের কুখ্যাত রাজাকারদের রাজনিতি করার সুযোগ করে দেন। পরে তার স্ত্রী বেগম খালেদা জিয়া ওই রাজাকারদের মন্ত্রী এমপি বানিয়ে আওয়ামী লীগকে দেশ থেকে বিতাড়িত করতে চেয়েছিলেন। আর আওয়ামী লীগ ওই রাজাকার ও যুদ্ধাপরাধীদের বিচার করে।'
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, 'বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। তারা আওয়ামী লীগকে ঠুনকো দল নয় যে, ধাক্কা দিলেই পরে যাবে। আওয়ামী লীগ হিমালয় পর্বতের মতো উঁচু রাজনৈতিক দল। বিএনপি ৪০ বছর ক্ষমতায় ছিলো। কিন্তু একটু উন্নয়নও করতে পারেনি।'
তিনি বলেন, 'আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না এলে পদ্ম সেতু, মেট্রোরেল, ফ্লাইওভার, পরমানবিক বিদ্যুৎকেন্দ্র হতো না। শেখ হাসিনা আছে বলেই দেশের এতো উন্নয়ন হয়েছে।' এ সময় নির্বাচনে আবার নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান।
পরে মির্জা আজম আলহাজ ফজলুর রহমানকে সভাপতি ও মো. আফাজ উদ্দিনকে সাধারণ সম্পাদক করে সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করেন। এ সময় আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন