জমি সংক্রান্ত বিরোধের জেরে লক্ষ্মীপুরে ভাইয়ের হাতে প্রাণ গেল আরেক ভাইয়ের। বুধবার (৩০ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার ১২ নং ওয়ার্ডের ধমধমা দিঘীরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম তোফায়েল আহমদ। ছোট ভাই হোসেন আহমদ তাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। তারা মৃত মন্তাজুর রহমানের ছেলে।

মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। আটক করেছে অভিযুক্ত হোসেন আহমদকে। 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের জমি নিয়ে বিরোধ। এর জেরে তোফায়েল আহমদের সঙ্গে ছোট ভাই হোসেনের স্ত্রী-সন্তানের কথা কাটাকাটি হয়। হোসেন লক্ষ্মীপুর থেকে রাত ৯টার দিকে বাড়ি ফেরার পর এ বিষয়ে বড় ভাইকে জিজ্ঞাসা করেন। তখন দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে হোসেন তার বড় ভাই তোফায়েলকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। 

পুলিশ সুপার মো. মাহফুজ্জমান আশরাফ জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত হোসেন আহমদকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।