ইভ্যালি মিডিয়া কাপ ব্যাডমিন্টনের পঞ্চম আসরে দুটি ক্যাটাগরিতে রানার্সআপ হয়েছে সমকাল। রবিবার টুর্নামেন্টের সমাপনী আয়োজনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

তিন দিনের এই টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটির স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারিক সাঈদ, ১২নং ওয়ার্ড কাউন্সিলর মামুন রশিদ শুভ্র, ক্রীড়া সাংবাদিকসহ ইভ্যালি, ঢাকা রিজেন্সি, রিমঝিম, প্রিয় প্রাঙ্গণ, বিএসবি-ক্যামব্রিয়ানসহ পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

মিডিয়া কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টে দুই ক্যাটাগরিতে রানার্সআপ সমকাল। ছবি: সংবাদ বিজ্ঞপ্তি

গণমাধ্যম কর্মীদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে এবার পুরুষ দ্বৈত বিভাগে জয়ী হয়েছেন আরটিভির কাজল এবং জয়। রানার্সআপ হয়েছেন সমকালের আসাদ ও মিঠু। পুরুষ এককে চ্যাম্পিয়ন আরটিভির কাজল এবং রানার্সআপ যমুনা টিভির শফিক পাহাড়ি। এছাড়া নারী এককে চ্যাম্পিয়ন হয়েছেন বৈশাখী টেলিভিশনের শাকিলা করিম এবং রানার্সআপ সমকালের তাবাসসুম রহমান।

'কুইন অফ হার্টসের' আয়োজনে এবং বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের তত্ত্বাবধানে শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। এতে ৩০টি গণমাধ্যমের দেড় শতাধিক সংবাদকর্মী অংশ নেন। এবারের টুর্নামেন্টটির প্রধান পৃষ্ঠপোষক ইভ্যালি। এছাড়া সহ-পৃষ্ঠপোষক ছিল রিমঝিম টাউন, ঢাকা রিজেন্সি, বিএসবি ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ, ইগনাইট, প্রিয় প্রাঙ্গণ ও কার সিলেকশন। সংবাদ বিজ্ঞপ্তি