ঢাকা মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

পথের পাশে চা পানে দিন শুরু ওবায়দুল কাদেরের

পথের পাশে চা পানে দিন শুরু ওবায়দুল কাদেরের

সকালে হাঁটাহাঁটি শেষে টঙ দোকানে নাস্তা সেরে চা পান করেন মন্ত্রী -ছবিটি তার ফেসবুক পেজ থেকে নেওয়া

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০১৯ | ১৪:০১ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০১৯ | ১৪:০৭

অন্যান্য দিনের তুলনায় মঙ্গলবারের দিনটি কিছুটা ভিন্ন ভাবে শুরু করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিজয় সিংহ দীঘির পাড়ে  হাঁটার সময় স্থানীয় কিশোর-কিশোরীর সঙ্গে মন্ত্রী -ফেসবুক থেকে নেওয়া ছবি

সকাল সাড়ে ১০টার দিকে নিজেরে ভেরিফাইড ফেসবুক পেজে অনুসারীদের শুভ সকাল জানিয়ে দিনের শুরুর কয়েকটি ছবি প্রকাশ করেছেন সেতুমন্ত্রী।

বিজয় সিংহ দীঘির সৌন্দর্য উপভোগের সময় হাসিমুখে ওবায়দুল কাদের -ফেসবুক থেকে নেওয়া ছবি

সেসব ছবিতে দেখা গেছে, কালো ট্র্যাকসুট পরে ফেনীর সদরে অবস্থিত বিজয় সিংহ দীঘির পাড়ে হাঁটছেন তিনি। এ সময় স্থানীয়দের সঙ্গে সেলফি ও ছবি তোলেন সেতুমন্ত্রী। পরে পথের পাশের একটি দোকানে বসে নাস্তা খেয়ে আদা চা পান করেন মন্ত্রী।

এক শিশুর সঙ্গে খুনসুটির এই ছবিটিও ফেসবুকে প্রকাশ করেছেন সেতুমন্ত্রী

এই সময়ের একটি ছবিতে এক শিশুর সঙ্গে খুনসুটি করতে দেখা যায় তাকে।

সবশেষে স্থানীয়দের সঙ্গে ছবিও তোলেন ওবায়দুল কাদের -ফেসবুক থেকে নেওয়া ছবি


আরও পড়ুন

×