জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘অদম্য বাংলাদেশ’ নামে একটি গ্রন্থ লিখেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন। 

শেখ হাসিনা সরকারের উন্নয়ন, অসাম্প্রদায়িক বাংলাদেশ, জাতির জনকের আদর্শ উঠে এসেছে গ্রন্থটিতে। সেইসঙ্গে গ্রন্থটিতে প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষা, চতুর্থ শিল্পবিপ্লব, মানবসম্পদ উন্নয়নের দৃশ্যমান তথ্যাদি ও সুনির্দিষ্ট গবেষণা পরিকল্পনাও উঠে এসেছে।   

গ্রন্থটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎসর্গ করা হয়েছে। 

আমাদের উচ্চশিক্ষা: মুজিববর্ষে অঙ্গীকার, রোড টু ডিজিটাল বাংলাদেশ, চতুর্থ শিল্পবিল্পব: নবযুগের সুচনা, প্রযুক্তি শিক্ষায় গলদ কোথায়’সহ রাজনীতি, শিক্ষা-সংস্কৃতি, গবেষণা, উন্নয়ননির্ভর ২৪টি নিবন্ধ স্থান পেয়েছে অদম্য বাংলাদেশ গ্রন্থটিতে। 

গ্রন্থটির প্রাক্কথন লিখেছেন জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম। অদম্য বাংলাদেশ গ্রন্থটির প্রচ্ছদ পরিকল্পনা ও শিল্প নির্দেশনা দিয়েছেন এন কে কায়কোবাদ রানা ও প্রচ্ছদ এঁকেছেন মামুন হোসাইন। 

১২৬ পৃষ্ঠার ‘অদম্য বাংলাদেশ’ গ্রন্থটি প্রকাশ করেছে প্রথম পালক। গ্রন্থটির মূল্য ধরা হয়েছে ২৯০ টাকা।