দক্ষিণ এশিয়ার ৭ শহর বায়ুদূষণে শীর্ষে

দিল্লিতে বায়ুদূষণ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৩ | ১০:০৩ | আপডেট: ০৬ নভেম্বর ২০২৩ | ১৬:১৪
ভয়াবহ মাত্রায় বায়ু দূষণ বেড়েছে দক্ষিণ এশিয়ায়। বিশ্বের সবচেয়ে দূষিত ১০ শহরের তালিকায় রয়েছে দক্ষিণ এশিয়ার ৭টি শহর। এর মধ্যে রয়েছে ভারতের ৩টি এবং পাকিস্তানের ২টি শহর। এছাড়া রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা ও নেপালের কাঠমাণ্ডু।
সবচেয়ে দুষিত শহরের তালিকায় একেবারে শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউএয়ারের বাতাসের মানসূচকে এ তথ্য জানা গেছে। খবর-হিন্দুস্তান টাইমস
এতে দেখা গেছে, দিল্লিতে বায়ু মান সূচক (একিউআই) ‘গুরুতর’ শ্রেণিতে অবস্থান করছে। আইকিউএয়ারের বাতাসের মানসূচকে দিল্লির অবস্থান ৪২৯।
তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, বাতাসের মানসূচকে এই শহরের অবস্থান ৩৭৮।
আইকিউএয়ারের তথ্যমতে, কলকাতা ও মুম্বাই রয়েছে তৃতীয় ও চতুর্থ অবস্থানে। বাতাসের মানসূচকে কলকাতার অবস্থান ১৮২ এবং মুম্বাইয়ের অবস্থান ১৭৮।
এরপরেই রয়েছে ঢাকা। রাজধানী ঢাকায় আজ বাতাসের মানসূচক ১৭২।
এছাড়া ষষ্ঠ স্থানে রয়েছে পাকিস্তানের করাচি, সপ্তম চীনের শেনইয়াং, অস্টম নেপালের কাঠমাণ্ডু, সংযুক্ত আরব আমিরাতের দুবাই নবম এবং ইন্দোনেশিয়ার জাকার্তা রয়েছে দশম অবস্থানে।
বিশেষজ্ঞ ও চিকিৎসকদের মতে, যেকোনো সুস্থ ব্যক্তির জন্য বাতাসের মানসূচক ৫০ এর কম হওয়া উচিত। গত কয়েকদিন ধরে ব্যাপক বায়ু দূষণ বেড়েছে নয়াদিল্লিতে। প্রতি শীতে দিল্লিতে বাষুদূষণ বাড়ে। এতে দুই কোটি বাসিন্দার নগরীটিতে মানুষের শ্বাসকষ্টজনিত রোগব্যাধিও বেড়ে যায়।
আইকিউএয়ার নিয়মিত দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।
একিউআই স্কোর ১০০ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে স্বাস্থ্যসতর্কতাসহ জরুরি অবস্থা হিসেবে বিবেচিত হয়।
এ অবস্থায় শিশু, প্রবীণ ও রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়। এ পরিমাণে বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।