- অন্যান্য
- মহেশপুরে স্বামীর হাতে স্ত্রী খুন
মহেশপুরে স্বামীর হাতে স্ত্রী খুন

প্রতীকী ছবি
ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজিরবেড় ইউনিয়নের চাঁদরতনপুর গ্রামে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যা করেছেন মহিদুল ইসলাম নামে এক ব্যক্তি।
বৃহস্পতিবার রাতে স্ত্রী রোজিনা খাতুনকে হত্যার পর পালিয়ে যান মহিদুল।
স্থানীয়রা জানান, মহিদুল ও রোজিনার মধ্যে প্রায় প্রতিদিনই ঝগড়া হতো। ঘটনার সময় ঝগড়ার এক পর্যায়ে মহিদুল বঁটির হাতল দিয়ে তার স্ত্রীর মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
মহেশপুর থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মহিদুলের আঘাতেই তার স্ত্রীর মৃত্যু ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত রোজিনার বাবা বাবুল মিয়া হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
মন্তব্য করুন