- অন্যান্য
- আমরা খালেদা জিয়ার মৃত্যু কামনা করি না: কাদের
আমরা খালেদা জিয়ার মৃত্যু কামনা করি না: কাদের

ওবায়দুল কাদের -ফাইল ছবি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পর্যবেক্ষণ করা হচ্ছে। সব কিছুর একটা নিয়ম আছে। আমরা খালেদা জিয়ার মৃত্যু কামনা করি না। তিনি দ্রুত আরোগ্য লাভ করুন- এটা আমরা চাই।
সোমবার রাজধানীর নবাবগঞ্জ পার্কে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ২৩ নম্বর ওয়ার্ডের ইউনিট সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, 'খালেদা জিয়া অসুস্থ। আমরা পর্যবেক্ষণ করছি। আগেও বলেছি, বিদেশ থেকে ডাক্তার নিয়ে আসুন। আইনের কারণেই আমরা বিদেশে পাঠাতে অপারগ। এটাই একটি মাত্র কারণ। তারপরও পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।'
বিএনপি নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, 'যাকে মারতে চেয়েছেন তিনিই (শেখ হাসিনা) মানবিক হয়েছেন খালেদা জিয়ার প্রতি। কিন্তু আপনারা তার পিতাকে হত্যা করেছেন আর তাকে হত্যা করার জন্য গ্রেনেড হামলা করেছেন। খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে ভাবুন, তাকে নিয়ে আর রাজনীতি করবেন না।'
খালেদা জিয়ার অসুস্থতার জন্য বিএনপিকে দায়ী করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, 'খালেদা জিয়া যদি বেশি অসুস্থ হন, তাহলে তার জন্য দায়ী বিএনপি। বিএনপি খালেদা জিয়ার শারীরিক অসুস্থ নিয়ে রাজনীতি করেছে।'
১৫ আগস্ট, ৩ নভেম্বর ও ২১ আগস্টের ঘটনার প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ''বিএনপি নেতারা আন্দোলনের ডাক দিয়ে ঘরে বসে 'হিন্দি সিরিয়াল' দেখেন।''
সারাদেশে বিআরটিসি বাসে শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন জানিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী বলেন, 'শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেওয়ার জন্য বেসরকারি বাস মালিকদের নেত্রী (শেখ হাসিনা) নিজে অনুরোধ করেছেন, আমিও করেছি। তারা আমাকে গতকাল বলছেন, আজকে তারা বৈঠক করবেন।'
বাস মালিকদের উদ্দেশ্যে তিনি বলেন, 'এটার সামাজিক দায়বদ্ধতা আছে। ছাত্ররা কনসেশন বহু আগে থেকেই পেত। আশা করি এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেবেন।'
ব্যাপক উৎসব-উদ্দীপনায় ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, '৭০ থেকে ৭৫ ভাগ ভোটার কেন্দ্রে গিয়েছেন। মহিলারা ভোর থেকে লাইন ধরে দাঁড়িয়ে আছেন। উৎসবমুখর একটা নির্বাচন হচ্ছে। কিছু বুদ্ধিজীবী ও রাজনীতিক বলেন, মানুষ নাকি আগ্রহ হারিয়ে ফেলছে। ভোটারের উপস্থিতি সর্বকালের রেকর্ড ভঙ্গ করেছে। বিষয়টি অত্যন্ত ভালো লক্ষণ।'
ভালো আচরণ দিয়ে মানুষের মন জয় করার জন্য তৃণমূলের নেতাকর্মীদের নির্দেশ দিয়ে তিনি বলেন, 'মনে রাখবেন একটা খারাপ আচরণ দশটা উন্নয়নকেও ঢেকে দিতে পারে। মানুষকে অখুশি করলে, ক্ষমতার দাপট দেখালে মানুষ হয়তো এখন আপনাদের ভয় করবে। কিন্তু নির্বাচন যখন হবে ব্যালটের মাধ্যমে শাস্তি দিয়ে দেবে। নির্বাচনে খারাপ ব্যবহারের শাস্তি পেতে হবে। যত উন্নয়নই হোক, ভালো ব্যবহার করবেন। জনগনকে খুশি রাখবেন।'
সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, কেন্দ্রীয় কার্যনিবাহী সদস্য ডা. মোফাজ্জল হোসেন মায়া বীরবিক্রম, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহম্মেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, স্থানীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম।
মন্তব্য করুন