- অন্যান্য
- অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট বাতিলের দাবি জানাল আর্টিকেল নাইনটিন
অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট বাতিলের দাবি জানাল আর্টিকেল নাইনটিন

মতপ্রকাশের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার সুরক্ষায় কাজ করা আর্টিকেল নাইনটিন উপনিবেশিক আমলের অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট বাতিলের দাবি জানিয়েছে।
মঙ্গলবার যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনটি এ দাবি জানায়। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আর্টিকেল নাইনটিন মনে করে, নাগরিকদের তথ্য অধিকার খর্বকারী এই আইন রোজিনা ইসলামের ক্ষেত্রে চরমভাবে অপব্যবহার করা হয়েছে।
সংস্থাটি সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলার দ্রুত তদন্তের মাধ্যমে তার জন্য ন্যায় বিচার নিশ্চিতের আহ্বানও জানিয়েছে।
২০২১ সালের ১৭ মে সাংবাদিক রোজিনার বিরুদ্ধে রাত পৌনে ১২টার দিকে শাহবাগ থানায় মামলা হয়। ওই মামলায় তাকে গ্রেপ্তারও দেখানো হয়। এক সপ্তাহের মাথায় গত বছরের ২৩ মে তিনি জামিনে ছাড়া পান। মামলার কার্যক্রম এখনও চলমান।
মন্তব্য করুন