পদত্যাগে বাধ্য হওয়ার পর প্রথমবারের মতো বুধবার প্রকাশ্যে দেখা গেছে শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেকে। ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়ায় দেশটিজুড়ে শুরু হয় বিক্ষোভ। সহিংস বিক্ষোভে আন্দোলনকারীদের তোপের মুখে পড়ে পালিয়ে নৌবাহিনীর আশ্রয়ে ছিলেন তিনি। তাঁর ছেলে ও সাবেক মন্ত্রী নামাল রাজাপাকসেকেও এদিন অধিবেশনে যোগ দিতে দেখা গেছে।

৭৬ বছর বয়সী মাহিন্দা তিন মেয়াদে দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন। গত সপ্তাহে তাঁর বাসভবনে আগুন লাগিয়েছে আন্দোলনকারীরা। এ পরিস্থিতিতে তিনি পরিবারকে নিয়ে সরকারি বাসভবন টেম্পল ট্রিস থেকে পালিয়ে ত্রিনকোমালির নৌঘাঁটিতে আশ্রয় নেন। এর পর থেকে তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন- এ ধরনের গুজব ছড়িয়ে পড়ে। তবে সব গুজব ছাপিয়ে গতকাল তাঁকে পার্লামেন্টের অধিবেশনে যোগ দিতে দেখা গেছে।

এদিকে পুলিশ দেশটির ক্ষমতাসীন দলের দুই আইনপ্রণেতাকে গ্রেপ্তার করেছে। তাঁদের বিরুদ্ধে জনগণকে উস্কানি দেওয়ার অভিযোগ আনা হয়েছে। বুধবার কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানান, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় প্রেসিডেন্ট গোটাবায়া রাজপাকসের দলের দুই এমপিকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। পরে রাতেই তাঁদের গ্রেপ্তার করা হয়। দুই এমপির বিরুদ্ধে প্রমাণ থাকায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

গত সপ্তাহে সনাথ নিশান্তা ও মিলান জয়তিল্ক্কেসহ ২২ রাজনীতিকের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়। মাহিন্দা রাজাপাকসে ও তাঁর ছেলে নামালও এই তালিকায় ছিলেন। তাঁদের বিরুদ্ধেও সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগ রয়েছে। স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুসারে, সহিসংতায় ২২৫ জনের বেশি মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। পুলিশ জানিয়েছে, সহিংসতা ও পাল্টা হামলায় তারা এখন পর্যন্ত ৫০০ জনকে গ্রেপ্তার করেছে।

অন্যদিকে, দুটি সার্বভৌম বন্ডের কিস্তি পরিশোধের সময় পেরিয়ে যাওয়ায় বুধবার বিভিন্ন রেটিংকারী সংস্থা অর্থনৈতিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কাকে ঋণখেলাপির তালিকায় স্থান দিতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। বিদেশি মুদ্রার
ঘাটতিতে হিমশিম খাওয়া দ্বীপদেশটির জ্বালানি কেনার অর্থও ফুরিয়েছে বলে জানিয়েছেন এক মন্ত্রী। খবর এএফপি, রয়টার্স ও টেলিগ্রাফের।