- অন্যান্য
- দুরন্ত বিপ্লবকে হত্যা করা হয়েছে, দাবি স্বজনদের
দুরন্ত বিপ্লবকে হত্যা করা হয়েছে, দাবি স্বজনদের

সাবেক ছাত্রলীগ নেতা দুরন্ত বিপ্লব। ছবি- সংগৃহীত।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দুরন্ত বিপ্লবকে হত্যা করা হয়েছে বলে আবারও দাবি করেছেন তাঁর স্বজনরা। তাঁরা আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের ফলাফলকে নাকচ করে দিয়েছেন। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলন করে তাঁর পরিবার।
গত বছরের ৭ নভেম্বর নিখোঁজ হন দুরন্ত বিপ্লব। ১২ নভেম্বর নৌ-পুলিশ বুড়িগঙ্গা থেকে তাঁর লাশ উদ্ধার করে। এ ঘটনায় তাঁর বোন শাশ্বতী বিপ্লব বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেন। পিবিআই ও ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ ছায়া তদন্তে করে জানিয়েছিল, অবহেলাজনিত নৌ দুর্ঘটনায় দুরন্ত বিপ্লবের মৃত্যু হয়েছে।
ঘটনার প্রায় ছয় মাস পর স্বজনরা দাবি করছেন, তিনি দুর্ঘটনায় মারা যাননি। তাঁকে হত্যা করা হয়েছে। এ মামলার তদন্তে অসংগতি এবং অমীমাংসিত প্রশ্ন সামনে রেখে একটি বই সংকলন করেছেন তাঁর বোন শাশ্বতী বিপ্লব। সংবাদ সম্মেলনে ‘জাস্টিস ফর দুরন্ত বিপ্লব’ নামে সংকলনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। এ সময় উপস্থিত দুরন্তের মা রোকেয়া আক্তার খাতুন বলেন, ‘সে পানিতে ডুবে মরেনি। তাকে হত্যা করা হয়েছে।’
পিবিআই ও ডিবির তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তারা সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, গত ৭ নভেম্বর বুড়িগঙ্গা পার হওয়ার সময় মর্নিংসান-৫ লঞ্চের ধাক্কায় দুরন্তকে বহনকারী নৌকাটি উল্টে যায়। এতে তিনি পানিতে তলিয়ে যান।
মন্তব্য করুন