বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দন্ত রোগের চিকিৎসাসেবা ও শিক্ষার প্রসার এবং গবেষণা কার্যক্রম বাড়াতে বহির্বিভাগ ভবন-১-এর ঊর্ধ্বমুখী সম্প্রসারণ অংশের নতুন ভবনে (৭ থেকে ১১তলা পর্যন্ত) বিভিন্ন বিভাগের সমন্বয়ে গড়া ডেন্টাল অনুষদ উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

সম্প্রতি এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেন্টাল অনুষদের ডিন ও কনজারভেটিভ ডেনটিস্ট্রি অ্যান্ড এন্ডোডনটিকস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল।

বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার ও দন্ত রোগ বিশেষজ্ঞ ডা. হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান প্রমুখ উপস্থিত ছিলেন।