ঢাকা মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩

দুদিন পর পুরোদমে চালু এনআইডি সেবা

দুদিন পর পুরোদমে চালু এনআইডি সেবা

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৩ | ০৪:০৮ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৩ | ০৪:০৮

দুদিন পর বৃহস্পতিবার সকাল থেকে পুরোদমে চালু হয়েছে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা। বুধবার সার্ভার চালু হলেও এনআইডি সংক্রান্ত বেশ কিছু সেবা থেকে বঞ্চিত হন সেবাপ্রত্যাশীরা।

মঙ্গলবার সকালে রক্ষণাবেক্ষণের কারণ দেখিয়ে এনআইডি সার্ভার বন্ধ করে দেয় জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। ফলে ব্যাংক-বিমার মতো আর্থিক প্রতিষ্ঠানসহ ১৭৪টি প্রতিষ্ঠানে সেবা ব্যাহত হয়। 

বুধবার সকাল থেকে পার্টনার সার্ভিসগুলোর জন্য সার্ভার চালু করা গেলেও ভোটার নিবন্ধন ও এনআইডি সংশোধন, স্থানান্তর সংক্রান্ত কার্যক্রম রাত পর্যন্ত চালু করা সম্ভব হয়নি।

এনআইডির সার্ভার চালুর বিষয়ে ইসির এনআইডি শাখার সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফুল হোসেন গণমাধ্যমকে বলেন, গত মঙ্গলবার এনআইডির সার্ভার বন্ধ ছিল। বুধবার সকাল থেকে পার্টনার সার্ভিসদের সংযোগ চালু হয়। আজ সকাল থেকে এনআইডি সংক্রান্ত সব সেবা চালু হয়েছে। 


আরও পড়ুন