নিত্যপণ্যের দাম দুই বছরে ৫০ শতাংশ বেড়েছে: অধ্যাপক মোস্তাফিজুর রহমান
এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪ | ১৩:১০ | আপডেট: ২৪ আগস্ট ২০২৪ | ১৫:০৯
বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেছেন, গড় মূল্যস্ফীতি দিয়ে নিত্যপণ্যের দাম বৃদ্ধি নির্ধারণ করা কঠিন। তবে সার্বিকভাবে বিশ্লেষণ করলে দেখা যাবে, গত দুই বছরে নিত্যপণ্যের দাম বেড়েছে অন্তত ৫০ শতাংশ।
আজ শনিবার রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোস্তাফিজুর রহমান বলেন, সম্প্রতি সফল হওয়া ছাত্র-জনতার আন্দোলন সরকারি চাকরিতে কোটা সংস্কার দিয়ে শুরু হলেও অর্থনৈতিক বৈষম্যের প্রভাবের ক্ষোভে জনগণের অংশগ্রহণ এটিকে আরও বেগবান করেছে। বিশেষ করে নানা অব্যবস্থাপনার কারণে গত দুই বছর ১০০ টাকার জিনিসপত্রের দাম ১৫০ টাকা হয়ে গেছে। এ সময়ে মূল্যস্ফীতির ১০ থেকে ১২ শতাংশ বলা হলেও নিত্যপণ্যের দাম বেড়েছে অন্তত ৫০ শতাংশ।
- বিষয় :
- সিপিডি
- মূল্যস্ফীতি
- নিত্যপণ্য
- নিত্যপণ্যের দাম