ঢাকা সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫

আলোচনা সভায় বক্তারা

পোশাক খাতে নারী শ্রমিকের জন্য কর্মপরিবেশ তৈরি করতে হবে

পোশাক খাতে নারী শ্রমিকের জন্য কর্মপরিবেশ তৈরি করতে হবে

ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪ | ২২:৪৮

বাংলাদেশের রপ্তানি আয়ের প্রায় ৮০ শতাংশ আসে তৈরি পোশাক খাত থেকে। চার দশকেরও বেশি সময় ধরে এ খাতটি নারীদের জন্য কর্মসংস্থানের বিরাট সুযোগ সৃষ্টি করেছে, যা সমাজে ইতিবাচক পরিবর্তনে বিশেষ ভূমিকা রাখছে। দেশের সামগ্রিক উন্নয়নের স্বার্থে এ খাতে নারী শ্রমিকদের জন্য সহায়ক কাজের পরিবেশ তৈরি করতে হবে।

সোমবার ‘তৈরি পোশাক খাতে নারীদের টেকসই ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। হোটেল র্যা ডিসন ব্লুতে ইউএসএআইডি-স উইমেন গ্রাইভ ইন বাংলাদেশ প্রকল্প এ সভার আয়োজন করে। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক ড. খোন্দকার গোলাম মোয়াজ্জেম।

বিভিন্ন সমীক্ষার বরাত দিয়ে আলোচকরা বলেন, সম্প্রতি এ তৈরি পোশাক খাতে নারী কর্মীদের হার ৫৫ শতাংশের নিচে নেমে এসেছে, যা তাদের অর্থনৈতিক ক্ষমতায়নকে প্রভাবিত করছে। এ ছাড়া এই খাতে অটোমেশন নারীদের চাকরির সুযোগ হ্রাস ও লিঙ্গবৈষম্য তৈরি করছে। বক্তারা নারীর ক্ষমতায়নের লক্ষ্যে উৎপাদনশীলতা, কর্মীদের কল্যাণ এবং এ শিল্পের টেকসই উন্নয়নের জন্য তাদের দক্ষতা বৃদ্ধি, পোশাক খাতে সামাজিক ও পরিবেশগত মানদণ্ড মেনে চলা, কর্মক্ষেত্রে নিরাপত্তা বৃদ্ধিসহ সার্বিকভাবে নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান। এ খাতে বিরাজমান সমস্যা সমাধানে সরকার, গার্মেন্ট মালিক, ক্রেতা প্রতিষ্ঠান, নাগরিক সমাজ, ট্রেড ইউনিয়ন ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সক্রিয় ভূমিকার ওপর জোর দেওয়া হয়।

কেয়ার এশিয়া অঞ্চলের প্রধান রমেশ সিংয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ইউএসএআইডির ডেমোক্রেসি, হিউম্যান রাইটস অ্যান্ড গভর্ন্যান্স অফিসের উপপরিচালক ব্লেয়ার কিং। ইউএসএআইডিস উইমেন গ্রাইভ ইন বাংলাদেশ প্রকল্পের চিফ অব পার্টি আমানুর রহমানের সঞ্চালনায় এ আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পিভিএইচ করপোরেশনের করপোরেট রেসপন্সিবিলিটি ম্যানেজার বুশরা বিনতে বাতেন, শ্রম অধিদপ্তরের পরিচালক এসএম এনামুল হক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যুগ্ম মহাপরিদর্শক মতিউর রহমান, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ইউএসএআইডির লেবার অ্যান্ড হিউম্যান রাইটস কর্মসূচির প্রকল্প ব্যবস্থাপনা বিশেষজ্ঞ ইমেলদা মল্লিক, কেয়ার বাংলাদেশের অন্তর্বর্তী ডেপুটি কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ মেহরুল ইসলাম, দেশ গ্রুপ অব কোম্পানিজের উপব্যবস্থাপনা পরিচালক বিদ্যা অমৃত খান, শ্রমিক অধিকার সংস্কার কমিশনের চেয়ারম্যান এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ এবং বিল্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বেগম।

সভায় পোশাক খাতে নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিতে নারী উন্নয়ন নীতি, জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল, জাতীয় কর্মসংস্থান নীতিসহ সংশ্লিষ্ট নীতি কাঠামোতে নারীদের অধিকার এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করা, কর্মক্ষেত্রে সহিংসতার বিরুদ্ধে আইএলও কনভেনশন ১৯০ অনুসমর্থন, কর্মক্ষেত্রে সমতা নিশ্চিত করা এবং দক্ষতা বৃদ্ধির জন্য নারী কর্মীদের জন্য বিশেষ প্রশিক্ষণ কোর্স চালু করার সুপারিশ করা হয়।

আরও পড়ুন

×