ঢাকা শুক্রবার, ১৩ জুন ২০২৫

এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের কলম-বিরতি একদিনের জন্য স্থগিত

এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের কলম-বিরতি একদিনের জন্য স্থগিত

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ মে ২০২৫ | ২৩:২৩

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির প্রতিবাদে চলমান কলম-বিরতি কর্মসূচি আগামীকাল মঙ্গলবার একদিনের জন্য স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা। সরকারের উপদেষ্টা পরিষদের সঙ্গে আলোচনার প্রস্তাব পাওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা।

সোমবার বিকেলে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা এ ঘোষণা দেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় অর্থ মন্ত্রণালয়ে উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্যের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে এনবিআরের কর ও শুল্ক বিভাগের ১০ থেকে ১২ জন প্রতিনিধি অংশ নেবেন।

শুল্ক ক্যাডারের উপ-কমিশনার ইমাম গাজ্জালি বলেন, আমরা সরকারের পক্ষ থেকে আলোচনার আহ্বান পেয়েছি। আলোচনা ইতিবাচক হবে এমন প্রত্যাশায় আমরা কলম বিরতি কর্মসূচিতে সাময়িক বিরতি দিচ্ছি।

তিনি আরও বলেন, বরাবরই বলে আসছি, আলোচনার দরজা খোলা। আলোচনা কতটা অগ্রগতি অর্জন করতে পারে, তার ওপর ভিত্তি করেই পরবর্তী কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কর বিভাগের উপ-কমিশনার সাইফুর রহমানও। তিনিও সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার শান্তিপূর্ণ সমাধানে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত বুধবার থেকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ নামে একটি প্ল্যাটফর্মের ব্যানারে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা কলম বিরতি কর্মসূচি পালন করে আসছেন। এর ফলে রাজস্ব আদায় কার্যক্রম ব্যাহত হচ্ছে, পাশাপাশি আমদানি-রপ্তানির শুল্ক কার্যক্রমেও বিঘ্ন ঘটেছে।

আন্দোলনকারীদের অভিযোগ, এনবিআরকে ভেঙে রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি আলাদা সত্তা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা এনবিআর সংস্কার কমিটির সুপারিশের সঙ্গে সাংঘর্ষিক। তারা দাবি করছেন, এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে রাজস্ব ব্যবস্থাপনার কার্যকারিতা ও স্বচ্ছতা হুমকির মুখে পড়বে।

আন্দোলনকারীরা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন গঠিত এনবিআর সংস্কার কমিটির সুপারিশগুলো যথাযথভাবে বিবেচনায় নিয়ে পুনর্গঠন পরিকল্পনা চূড়ান্ত করে।

আলোচনার অগ্রগতি সন্তোষজনক হলে আন্দোলন স্থায়ীভাবে প্রত্যাহারের সম্ভাবনাও রয়েছে বলে আন্দোলনকারীরা ইঙ্গিত দিয়েছেন। তবে সেজন্য মঙ্গলবারের বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন

×