ঢাকা মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

উপদেষ্টাদের জন্য ২৫ গাড়ি

বিধির অতিরিক্ত মূল্যে কেনার নীতিগত অনুমোদন মেলেনি

বিধির অতিরিক্ত মূল্যে কেনার নীতিগত অনুমোদন মেলেনি

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ মে ২০২৫ | ২২:৫৫

উপদেষ্টা ও মন্ত্রী ও সমপদমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের ব্যবহারের জন্য ২৫টি গাড়ি বিধিতে উল্লিখিত মূল্যসীমার ঊর্ধ্বে ক্রয়ে নীতিগত অনুমোদন চেয়েছিল জন প্রশাসন মন্ত্রণালয়। তবে এ প্রস্তাবে সায় দেয়নি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

বৈঠকে অনুমোদিত প্রস্তাব বিষয়ে অর্থ মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক নথিতে বলা হয়, বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপদেষ্টা বা মন্ত্রী ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের ব্যবহারের জন্য ২৫টি গাড়ি পিপিআর, ২০০৮ এর বিধি ৭৬(২)-এ উল্লেখ করা মূল্যসীমার ঊর্ধ্বে ক্রয়ের জন্য নীতিগত অনুমোদনের জন্য একটি প্রস্তাব উপস্থাপন করা হয়। তবে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি তা অনুমোদন করেনি।

উল্লেখ্য, পিপিআর, ২০০৮ বিধি অনুযায়ী সরকারি কেনাটাকা সম্পন্ন হয়।

অর্থ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিষয়টি নীতিগত অনুমোদন বিষয় তাই এতে দাম উল্লেখ করা হয়নি। বর্তমান প্রেক্ষাপটে বিধির অতিরিক্ত দামে গাড়ি কেনার নীতিগত অনুমোদন চাওয়া হয়েছিল। নীতিগত অনুমেদান মিললে পরবর্তী দরপত্র আহ্বানের মাধ্যমে মূল্য নির্ধারণ করে চূড়ান্ত অনুমোদনের জন্য ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে উপস্থাপন করা হতো।

১৯৭৩ সালের ‘দি মিনিস্টারস, মিনিস্টারস অব স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টারস (রেমিউনারেশন অ্যান্ড প্রিভিলেজেস)’ অ্যাক্টে স্পষ্ট বলা আছে, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা (বর্তমান উপদেষ্টারা মন্ত্রী মর্যাদার) সার্বক্ষণিক ব্যবহারের জন্য সরকারি একটি কার (গাড়ি) পাবেন। যার রক্ষণাবেক্ষণ খরচ জোগাবে সরকার। পরে সংশোধিত আইনে বলা হয়, জরুরি দাপ্তরিক কাজের জন্য কিংবা ঢাকার বাইরে নির্ধারিত কোনো সফরে গেলে অতিরিক্ত একটি জিপগাড়ি ব্যবহার করতে পারবেন। এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দপ্তর কিংবা সংস্থাকে জিপগাড়ি সরবরাহ করতে হবে।

আরও পড়ুন

×