ঢাকা শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

‘পথের ইশকুলের’ প্রতিষ্ঠাতা সাকিরের স্মরণে সভা

‘পথের ইশকুলের’ প্রতিষ্ঠাতা সাকিরের স্মরণে সভা

ড. সাকির ইব্রাহিম মাটি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুন ২০২৫ | ১৯:৩৬ | আপডেট: ১৮ জুন ২০২৫ | ২৩:৫৯

‘পথের ইশকুলে’র প্রতিষ্ঠাতা ড. সাকির ইব্রাহিম মাটির স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাজধানীর গুলিস্থানের জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ‘স্মরণে প্রিয় মাটি ভাই’ শীর্ষক শিরোনামে এ স্মরণ সভার আয়োজন করা হয়।

২০১৫ সালের ৩১ ডিসেম্বর পথশিশুদের জন্য ‘পথের ইশকুল’ প্রতিষ্ঠা করেন ড. সাকির। নিজের পেশা ছেড়ে পথের শিশুদের শিক্ষা, চিকিৎসা ও পুনর্বাসনে তিনি কাজ করেছেন এক যুগ ধরে। শিশুদের কাছে পরিচিত ছিলেন ‘মাটি ভাই’ হিসেবে। গত ৫ মে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি দেন ড. সাকির। 

আরও পড়ুন

×