ঢাকা বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রভোস্টকে তালাবদ্ধ করে রাখল শিক্ষার্থীরা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রভোস্টকে তালাবদ্ধ করে রাখল শিক্ষার্থীরা

চবি প্রতিনিধি

প্রকাশ: ১০ মার্চ ২০২২ | ০৯:৩৩ | আপডেট: ১০ মার্চ ২০২২ | ০৯:৩৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রীতিলতা আবাসিক হলে শিক্ষার্থী হেনস্তার প্রতিবাদে প্রভোস্টসহ তিনজনকে বৃহস্পতিবার তালাবদ্ধ করে রাখেন সাধারণ শিক্ষার্থীরা। দীর্ঘদিন ধরে প্রীতিলতা হলে নানা সমস্যার সুরাহা না করায় তারা আট দফা দাবি জানান। সকাল ১১টা ৪০ মিনিট থেকে প্রায় এক ঘণ্টা তাদের তালাবদ্ধ করে রাখা হয়।

বৃহস্পতিবার সকালে খাবারের মান নিয়ে প্রশ্ন করায় এক শিক্ষার্থীকে অশোভন ভাষায় অপমান করে ক্যান্টিনের মালিক হেলাল। হেনস্তার শিকার সেই শিক্ষার্থীকে একা আলোচনার জন্য প্রভোস্ট কক্ষে ডাকা হয়। ভেতর থেকে দরজা আটকে তার সঙ্গে আলোচনা করার সময় সাধারণ শিক্ষার্থীরা প্রভোস্টের কক্ষে তালা লাগিয়ে দেন। এই সময় ভেতরে ছিল সমাজতত্ত্ব বিভাগের সভাপতি ও প্রীতিলতা হলের প্রভোস্ট পারভীন সুলতানা, দু'জন হাউস টিউটর, ক্যান্টিন ব্যবস্থাপক হেলাল ও তার স্ত্রী।

প্রীতিলতা হলের প্রভোস্ট পারভীন সুলতানা বলেন, শিক্ষার্থীদের তালা দেওয়া উচিত হয়নি। আমি প্রতিদিন হলে দু'বার আসি। আমরা হেনস্তার শিকার শিক্ষার্থীর সঙ্গে কথা বলছিলাম। তখনই তারা তালা দিয়েছে। নিয়ম মেনেই লিখিত অভিযোগ দিতে হবে।

আরও পড়ুন

×