স্কুলে অসুস্থ হয়ে হলিক্রস শিক্ষার্থীর মৃত্যু

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ মার্চ ২০২২ | ০৭:১৩ | আপডেট: ২৭ মার্চ ২০২২ | ০৭:১৩
স্কুলের অ্যাসেম্বলিতে অসুস্থ হয়ে পড়ে ঢাকার ফার্মগেটে হলিক্রস গার্লস হাই স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী শ্যারন সুজানা মল্লিকের (১৪) মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৭টায় অ্যাসেম্বলিতে পড়ে যায় শ্যারন। পরে দ্রুত তাকে ফার্মগেট এলাকার একটি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তার মৃত্যুর কথা জানান।
শ্যারন 'সিস্টেমিক স্ক্লেরোসিস' নামের একটি রোগে ভুগছিল।
হলিক্রস স্কুলের জ্যেষ্ঠ শিক্ষক রোজেলিন সারা জানান, শ্যারন ২০১৯ সাল থেকে এই রোগে আক্রান্ত ছিল।
শ্যারনের বাবা কাজল ডি মল্লিক বলেন, আমার মেয়ে দুরারোগ্য একটি রোগে ভুগছিল। ডাক্তাররা বলেছিলেন, আমার মেয়ের ক্ষেত্রে যেকোনো সময় খারাপ কিছু ঘটে যেতে পারে।
মেয়ের মৃত্যুতে কারও বিরুদ্ধে অভিযোগ না থাকার কথাও জানান সন্তানহারা বাবা।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বলেন, মৃত্যুর খবর পেয়ে পুলিশের একটি দল স্কুল ও শিক্ষার্থীর বাসায় গিয়েছিল।
- বিষয় :
- স্কুল
- হলিক্রস
- শিক্ষার্থী
- মৃত্যু